Logo

গোয়াইনঘাটের রাহি ঢাবির জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির কোষাধ্যক্ষ নির্বাচিত

profile picture
জনবাণী ডেস্ক
২২ জানুয়ারী, ২০২৫, ০৩:৩০
41Shares
গোয়াইনঘাটের রাহি ঢাবির জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির কোষাধ্যক্ষ নির্বাচিত
ছবি: সংগৃহীত

সিলেট বিভাগের চার জেলার শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী সংগঠন জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির নির্বাচন

বিজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সিলেট বিভাগের চার জেলার শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী সংগঠন জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বীতায় কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন সিলেট জেলার রুবেল আহমেদ রাহী।

বিজ্ঞাপন

গোয়াইনঘাটের তোয়াকুল ইউনিয়নের দক্ষিণ জাঙ্গাইল গ্রামের সন্তান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দর্শন বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। এছাড়া রুবেল আহমেদ রাহী গোয়াইনঘাটের পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন ‘পাবলিক ইউনিভার্সিটিজ স্টুডেন্টস এসোসিয়েশন অব গোয়াইনঘাট (পুসাগ)’ এর সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন

সোমবার (২০ জানুয়ারি) বিকেল ২টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত টিএসসির শহিদ মুনীর চৌধুরী অডিটোরিয়ামে সিলেট বিভাগের নিয়মিত শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২২৮ জন শিক্ষার্থী ভোট প্রদান করেন।

১৯৮১ সালে প্রতিষ্ঠিত ‘জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতি’র নির্বাচনে নব-নির্বাচিত সভাপতি আহমেদ রায়হান ফারহি আইন বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী, সাধারণ সম্পাদক মোফাজ্জল আরবি বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী এবং সাংগঠনিক সম্পাদক শাহিনুর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী।

বিজ্ঞাপন

সংগঠনের সূত্র জানায়, সমিতির গঠনতন্ত্রের ৭ নং অনুচ্ছেদ অনুযায়ী এ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিগত কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক সিলেট ও সুনামগঞ্জ জেলা থেকে ছিল। অনুচ্ছেদ ৭ এর জেলা কোটা অনুসারে এ বছর হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা থেকে সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকী দুই জেলা থেকে সাংগঠনিক সম্পাদক ও কোষাধ্যক্ষ নির্বাচিত হন। 

বিজ্ঞাপন

নির্বাচনে ৭ জন প্রার্থী অংশগ্রহণ করেন। এতে জুলাই গণভ্যুত্থানকে ফুটিয়ে তুলতে ঢাবিতে ছাত্রলীগের হামলার দিন ১৫ জুলাই, শহীদ আবু সাঈদের শহীদ দিবস ১৬ জুলাই, ঢাবিতে ছাত্রলীগ মুক্ত দিবস ১৭ জুলাই, ৫ আগস্ট এবং ৩৬ জুলাই ব্যালট হিসেবে রাখা হয়। এসব ব্যালটে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন।

জানা , নির্বাচন পরিচালনা কমিটিতে আহ্বায়কের দায়িত্ব পালন করেন মো. জাকি হাসান ইফতি। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের প্রভাষক মো. হারুন মিয়া। এছাড়াও ছিলেন মো. মনসুর রাফি, মো. রেজোয়ান আহমদ, শামছুল আরেফিন সাহান, শায়লা আক্তার লুবনা, মারিয়া আক্তার। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে রুবেল আহমেদ রাহী ঢাবির জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির কোষাধ্যক্ষ হওয়ায় গোয়াইনঘাটের পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন পাবলিক ইউনিভার্সিটিজ স্টুডেন্টস এসোসিয়েশন অব গোয়াইনঘাট (পুসাগ)-এর নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। 

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD