Logo

ধামরাইয়ে পাঁচ ইটভাটায় ৩০ লাখ টাকা জরিমানা, একটির চিমনি ধ্বংস

profile picture
উপজেলা প্রতিনিধি
ঢাকা
১৪ জানুয়ারি, ২০২৬, ১৭:০২
ধামরাইয়ে পাঁচ ইটভাটায় ৩০ লাখ টাকা জরিমানা, একটির চিমনি ধ্বংস
ছবি: প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে অবৈধ পাঁচ ইটভাটায় অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা জরিমানাসহ কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে পরিবেশে অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এসময় একটি ভাটার চিমনি ধ্বংস করা হয়।

বিজ্ঞাপন

বুধবার (১৪ জানুয়ারি) সকাল থেকে বেলা ২টা পর্যন্ত ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের বিসিক এলাকায় এই অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানটি পরিচালনা করেন ঢাকা জেলা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তার।

এসময় মেসার্স এ কে খান ব্রিকস, মেসার্স সান ব্রিকস, মেসার্স ইউএসএ ব্রিকস, মেসার্স হালিমা ব্রিকস, মেসার্স ডাউটিয়া ব্রিকসকে ৬ লাখ করে সর্বমোট ৩০ লাখ টাকা জরিমানা ও মেসার্স সান ব্রিকসের চিমনি ধ্বংস করে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসেন বলেন, পরিবেশ অধিদপ্তরের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আজ আমরা ঢাকা জেলার ধামরাই উপজেলার বিসিক শিল্পাঞ্চল এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি। সেই প্রেক্ষিতেই আজ আমরা বিসিক এলাকায় এসেছি। সকাল থেকে এ অভিযান কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তিনি বলেন, এ পর্যন্ত পাঁচটি ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এর মধ্যে একটি ভাটার চিমনি সম্পূর্ণরূপে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অপর একটি ভাটার কিলন ও প্রস্তুতকৃত ইট নষ্ট করা হয়েছে। পাশাপাশি এসব ভাটাকে ৬ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া অপর তিনটি ভাটাকেও অবৈধভাবে কার্যক্রম পরিচালনার দায়ে ৬ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

যে ভাটার চিমনি সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে, সেটি সান ব্রিকস নামের ভাটা। এই ভাটাটির কোনো পরিবেশগত ছাড়পত্র ছিল না এবং ইটভাটা স্থাপনের জন্য জেলা প্রশাসকের লাইসেন্সও ছিল না। সে কারণেই ভাটাটি সম্পূর্ণরূপে অবৈধ হিসেবে চিহ্নিত করে ভেঙে দেওয়া হয়েছে।

অবৈধ ইটভাটার বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD