পাথরঘাটায় মৎস্য আইন ও নির্দেশিকা বিষয়ক অবহিতকরণ সভা

বরগুনার পাথরঘাটা উপজেলায় সিএনআরএস (CNRS) এর বাস্তবায়নে মৎস্য আইন ও নির্দেশিকা বিষয়ক এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাসিবুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা জাফর সাদিক, কোস্টগার্ড স্টেশন কমান্ডার কাওছার এবং পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। এছাড়াও সভায় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের নেতৃবৃন্দ, মৎস্যজীবী প্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
অনুষ্ঠান সঞ্চালনা করেন সিএনআরএস (CNRS) এর প্রজেক্ট অফিসার আরাফাত রহমান।
সভায় বক্তারা বলেন, Centre for Natural Resources Studies (CNRS) নবপল্লব প্রকল্পের আওতায় মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ কার্যক্রমের অংশ হিসেবে মৎস্য আইন ও নির্দেশিকা সম্পর্কে সংশ্লিষ্টদের সচেতন করা, মৎস্য অভয়াশ্রম স্থাপন, অবৈধ মৎস্য আহরণ বন্ধ এবং জলজ জীববৈচিত্র্য রক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
বিজ্ঞাপন
বক্তারা আরও বলেন, মৎস্য আইন যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে দেশের মৎস্য সম্পদ রক্ষা করা সম্ভব হবে এবং এর মাধ্যমে মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নসহ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই মৎস্য খাত নিশ্চিত করা যাবে।








