গাকৃবিতে হাল্ট প্রাইজ গ্র্যান্ড ফিনালে, চ্যাম্পিয়ন রেস্কিউহারভেস্ট

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) অনুষ্ঠিত হয়েছে বিশ্বের শিক্ষার্থীদের সর্ববৃহৎ সামাজিক উদ্যোক্তা তৈরির প্রতিযোগিতা ‘হাল্ট প্রাইজ’ অন-ক্যাম্পাস ২০২৫-২৬-এর গ্র্যান্ড ফিনালে।
বিজ্ঞাপন
তরুণদের নেতৃত্বে উদ্ভাবন ও জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের লক্ষ্যে গাকৃবিতে ষষ্ঠবারের মতো এই প্রতিযোগিতা আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি)-এর তত্ত্বাবধানে গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় গাকৃবির বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।
বিজ্ঞাপন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ ও প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম। সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী।
চূড়ান্ত পর্বে ছয়টি দল তাদের উদ্ভাবনী ব্যবসায়িক ধারণা উপস্থাপন করে। বিচারকদের মূল্যায়নে টিম রেস্কিউহারভেস্ট চ্যাম্পিয়ন হয়। টিম এভেনলো প্রথম রানার্সআপ এবং টিম কার্বোডিট দ্বিতীয় রানার্সআপ নির্বাচিত হয়। পরে প্রধান অতিথি বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন।
বিজ্ঞাপন
বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, হাল্ট প্রাইজ শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি বিজয়ী দলগুলোকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের জন্য শুভকামনা জানান।
উল্লেখ্য, হাল্ট প্রাইজ ২০১০ সালে প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক সামাজিক উদ্যোক্তা প্রতিযোগিতা।








