পিরোজপুরে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশীপ–২০২৫

পিরোজপুরে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে এবং জেলা প্রশাসন ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের বাস্তবায়নে জোন ভিত্তিক এই প্রতিযোগিতায় খুলনা ও বরিশাল বিভাগের মোট ৮টি দল অংশগ্রহণ করেছে।
বিজ্ঞাপন
কীর্তনখোলা জোনের আওতায় অনুষ্ঠিত এ টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো (বরিশাল, বাগেরহাট, বরগুনা, পটুয়াখালী, খুলনা, পিরোজপুর, ভোলা ও ঝালকাঠি) চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের লক্ষ্যে প্রতিদ্বন্দ্বিতা করবে।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে পিরোজপুর জেলা স্টেডিয়ামে পিরোজপুর জেলা ও ভোলা জেলার মধ্যকার উদ্বোধনী ম্যাচের মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা হয়। টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলাউদ্দিন ভূঞা জনী।
বিজ্ঞাপন
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার কৌশিক মন্ডল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ফুটবল ফেডারেশনের সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম মিটুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ লিটন খান। এ সময় বিভিন্ন ক্রীড়া সংগঠক, কোচ, অংশগ্রহণকারী দলের খেলোয়াড় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, এ ধরনের টুর্নামেন্ট তরুণ প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করে তোলার পাশাপাশি জাতীয় পর্যায়ে দক্ষ খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিজ্ঞাপন
উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে পিরোজপুর জেলা অঃ১৭ দল ১–০ গোলে ভোলা জেলা অঃ১৭ দলকে পরাজিত করে জয় লাভ করে। দিনের অপর ম্যাচে ঝালকাঠি জেলা অ১৭ দল ২–০ গোলে খুলনা জেলা অঃ১৭ দলকে পরাজিত করে জয়লাভ করে।








