গোয়াইনঘাটে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা সম্পন্ন
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৭:৪৪ পিএম, ১৫ই জানুয়ারী ২০২৫

সিলেটের গোয়াইনঘাটে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা সম্পন্ন হয়েছে।
গোয়াইনঘাট উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইদুল ইসলাম বুধবার (১৫ জানুয়ারি) বলেছেন, গোয়াইনঘাট উপজেলা শিক্ষা-দীক্ষায়, পড়ালেখায় ও জ্ঞান-বিজ্ঞানের চর্চায় সামনের দিকে এগিয়ে যাবে।
আরও পড়ুন: গোয়াইনঘাটে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
দুই দিনব্যাপী মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। যার কারণে মেলা সফল ও স্বার্থক হয়েছে।
তিনি বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে গোয়াইনঘাট বিয়াম ল্যাবরেটরি স্কুল প্রাঙ্গণে উপজেলা প্রশাসন আয়োজিত দুই দিনব্যাপী ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৯ম জাতীয় অলিম্পিয়াডের সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ শীর্ষক স্লোগানকে সামনে রেখে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় দুই দিনব্যাপী মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনির সভাপতিত্বে ও পরিষদের সিএ লুৎফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এবারের মেলায় ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের স্টলে শিক্ষার্থীরা তাদের তৈরি প্রযুক্তি পণ্য প্রদর্শনী করেন। এর আগে গত মঙ্গলবার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. সাইদুল ইসলাম অন্যান্য কর্মকর্তাদের নিয়ে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন। পরে তিনি খুদে বিজ্ঞানীদের বিভিন্ন প্রকল্প সমূহ পরিদর্শন করে তাদের ভূঁয়সী প্রশংসা করেন।
আরও পড়ুন: গোয়াইনঘাটে সিআইপি জিলানীর শীতবস্ত্র বিতরণ
সমাপনী দিনে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের মধ্যে পুরস্কার বিতরণ হয়। এছাড়া অকৃতকার্য শিক্ষার্থী ও প্রতিষ্ঠানকেও শুভেচ্ছা স্মারক হিসেবে পুরস্কার প্রদান করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. সাইদুল ইসলাম।
এসডি/