ভালুকায় নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্র পরিদর্শন ও আলোচনা সভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকা উপজেলায় ভোট কেন্দ্র পরিদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার বড়চালা হুসাইনিয়া দাখিল মাদরাসার হলরুমে এ সভার আয়োজন করা হয়।
সভায় মাদরাসা ম্যানেজিং কমিটির সভাপতি আবু সাঈদ জুয়েলের সভাপতিত্বে এবং শিক্ষক সফিউল্লাহ লিটনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ ফিরোজ হোসেন।
বিজ্ঞাপন
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন মাদরাসার সুপার মাওলানা শেখ খাইরুল বাশার, শিক্ষক মাওলানা আব্দুল জলিল, প্রাক্তন ছাত্র ও জাতীয় নাগরিক কমিটির ভালুকা উপজেলা প্রতিনিধি মুফতি হাবিব জিহাদী, উপজেলা উলামাদল নেতা ও সাবেক ছাত্র হাফেজ মনজুর মাহমুদ।
বক্তারা তাঁদের বক্তব্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ভোটারদের সচেতনতা বৃদ্ধি এবং গণভোটে ‘হ্যা’ জয়যুক্ত করার বিষয়েও গুরুত্ব দেন।
বিজ্ঞাপন
প্রধান অতিথি বক্তব্যে মোঃ ফিরোজ হোসেন বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছেন। তিনি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে তিনি শিক্ষার মানোন্নয়ন, ভোটার সচেতনতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক মূল্যবোধ জোরদারে দিকনির্দেশনা প্রদান করেন।
এছাড়াও তিনি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং এতে অন্তর্ভুক্ত সংবিধান সংস্কার সংক্রান্ত প্রস্তাবসমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং এসব বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। সভায় মাদরাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।








