Logo

গোয়াইনঘাটের দুই বরেণ্যকে সংবর্ধনা দিলো ছাত্র পরিষদ

profile picture
জনবাণী ডেস্ক
১৬ জানুয়ারী, ২০২৫, ২৩:২১
47Shares
গোয়াইনঘাটের দুই বরেণ্যকে সংবর্ধনা দিলো ছাত্র পরিষদ
ছবি: সংগৃহীত

সিলেট নগরীতে সিআইপি মোহাম্মদ গোলাম জিলানী ও অক্সফোর্ডের উইটনি ওয়ার্ডের কাউন্সির হাফেজ আব্দুল মুবিন কে সংবর্ধনা

বিজ্ঞাপন

অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে সিলেট নগরীতে সিআইপি মোহাম্মদ গোলাম জিলানী ও অক্সফোর্ডের উইটনি ওয়ার্ডের কাউন্সির হাফেজ আব্দুল মুবিন কে সংবর্ধনা দিয়েছে গোয়াইনঘাট ছাত্র পরিষদ।

বিজ্ঞাপন

বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর আম্বরখানাস্থ ব্রিটানিয়া হোটেলের হলরুমে সংগঠনের সভাপতি শিব্বির আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মুছলেহ উদ্দিন মুনাঈমের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট ছাত্র পরিষদের উপদেষ্টা, প্রবীন রাজনীতিবিদ হাজী উসমান গনি, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন লন্ডন টাওয়ার হ্যামলেটের স্পীকার ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ।

বিজ্ঞাপন

সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন আন্তজাৰ্তিক পর্যায়ে বাণিজ্যিক খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী সদ্য মনোনীত সিআইপি মোহাম্মদ গোলাম জিলানী ও ব্রিটেনের অক্সফোর্ডের উইটনী ওয়ার্ডের নব-নির্বাচিত কাউন্সিলর ও গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি হাফেজ আব্দুল মুবিন।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য এডভোকেট কামরুজ্জামান সেলিম, রুস্তমপুর কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ কামরুল হাসান শেরগুল, গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের সাবেক সাধারণ সম্পাদক জহির উদ্দিন, গোয়াইনঘাট ছাত্র পরিষদের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন বাবুল, সাবেক সভাপতি জসীম উদ্দিন বাহার, গোয়াইনঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ হেলাল আহমদ বাদশাহ, এর সম্পাদক আমির উদ্দিন, গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক হারুন আহমদ, মাস্টার লুৎফুর রহমান, মাস্টার সামছুজ্জামান, এডভোকেট জাহাঙ্গীর আলম, গোয়াইনঘাট রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক তানজিল হোসেন, পোষ্ট মাষ্টার নাসির উদ্দিন, জাতীয় নাগরিক কমিটির নেতা ফয়সল আহমদ, তাজুল ইসলাম ও আশরাফুল ইসলাম।

বিজ্ঞাপন

সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি নাসির উদ্দিনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সাদিক আহমদ রুবেল, সহ-সভাপতি সুহেল আহমদ রানা, আব্দুল কাদির, যুগ্ম সম্পাদক আলীম উদ্দিন, খাইরুল আমীন, আব্দুল্লাহ মাহফুজ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরে সংবর্ধিত অতিথিদের হাতে সংবর্ধনা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি তোফায়েল, প্রদীপ, ইমন, আল-আমিন, শাফায়াত জামিল, মঈনুল, নাহিদ, রাসেল, তারেক, তানিম, মুন্না, কাওছার, আখতার, সেলিম, আমিন ও রুবেল সহ অনেকেই উপস্থিত ছিলেন ।

এসডি/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD