ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

গাজীপুরের শ্রীপুর অংশে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অটোরিকশা চালকদের অবরোধ শেষে দেড় ঘন্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টার দিকে মহাসড়কে অটোরিকশা চালানোর দাবি ও পুলিশি হয়রানির প্রতিবাদে উপজেলার গড়গড়িয়া পুরান বাজার তুলা গবেষণার সামনে অবরোধ সৃষ্টি করেন ব্যাটারিচালিত অটোরিকশার শতাধিক চালকরা।
এসময় মহাসড়কে গাছের গুড়ি ফেলে সড়ক বন্ধ করে দেন তারা। এতে দেড় ঘন্টা ধরে সড়কের অভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
বিজ্ঞাপন
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অটোরিকশা চালকদের সাথে আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
জানা গেছে, ব্যাটারিচালিত অটোরিকশা মহাসড়কে চলাচল পুরো নিষিদ্ধ থাকলেও চালকরা আইন মানছেন না। এতে প্রতিনিয়তই পুলিশ অটোরিকশা আটক করে থানায় নিচ্ছেন। অনেক অটোরিকশা আবার অকেজো করেও দেয়া হচ্ছে। এমন হয়রানির প্রতিবাদ ও সড়কে অটোরিকশা চলাচলের দাবি জানিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে অবস্থান করেন চালকরা।
বিজ্ঞাপন
ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়ে শতশত কর্মজীবী মানুষ। পরে সকাল ১০ টার দিকে অবরোধকারীরা মহাসড়ক ছেড়ে দেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির আহমেদ জানান, ব্যাটারিচালিত রিকশা মালিক ও চালকরা মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন। পরে তাদের দীর্ঘসময় বুঝানোর পরে সড়ক ছেড়ে দিয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অটোচালকদের অবরোধ দেড় ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক








