সদরপুরে আগুনে পাঁচ পশুর মৃত্যু, ক্ষতি ৫-৬ লাখ টাকা

ফরিদপুরের সদরপুর উপজেলায় গভীররাতে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি গোয়ালঘর পুড়ে তিনটি গরু ও দুটি ছাগল মারা গেছে। এ ঘটনায় প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিজ্ঞাপন
শনিবার (২৪ জানুয়ারি) দিবাগতরাত দুইটার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের যাত্রাবাড়ি গ্রামের স্থানীয় বাসিন্দা উজ্জ্বল ফকিরের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বসতঘরের পাশে থাকা টিনের দোচালা গোয়ালঘরে গভীর রাতে হঠাৎ আগুনের উত্তাপে গোয়ালঘরে থাকা গরু ও ছাগলের চিৎকারে পরিবারের সদস্যদের ঘুম ভেঙে যায়। বাইরে এসে তারা গোয়ালঘরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখতে পান। পরে তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলেও আগুনের লেলিহীন শিখায় গোয়ালঘরসহ ভেতরে থাকা তিনটি গরু ও দুটি ছাগল আগুনে পুড়ে মারা যায়।
বিজ্ঞাপন
খবর পেয়ে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সদরপুর থানার পুলিশ জানায়, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।








