Logo

গাজীপুরে ছদ্মবেশী ডিবি–সাংবাদিক চক্রের পাঁচ সদস্য গ্রেফতার

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
২৫ জানুয়ারি, ২০২৬, ১৬:৩৬
গাজীপুরে ছদ্মবেশী ডিবি–সাংবাদিক চক্রের পাঁচ সদস্য গ্রেফতার
ছবি প্রতিনিধি।

গাজীপুর মহানগরে ভুয়া ডিবি পুলিশ ও সাংবাদিক পরিচয়ে মানুষকে ভয় দেখিয়ে প্রতারণা চালানো এক চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (উত্তর) বিভাগ। অভিযানে তাদের কাছ থেকে ডিবি পুলিশের কটি, হ্যান্ডকাফ, ভুয়া পরিচয়পত্র, প্রেস আইডি, ক্যামেরা ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২৪ জানুয়ারি) রাতে সদর মেট্রো থানাধীন চাকুলিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। মনসুর নামের এক ব্যক্তির টিনের ছাপরা ঘর থেকে গ্রেফতার করা হয় রোমান হোসেন শুভ (২৫), শাহিন আলম (৪০), মো. ইউসুফ আলী, মো. সাইফুল ইসলাম (৩৬) ও মো. কবির হোসেন (৩০)-কে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে কখনো ডিবি পুলিশ, আবার কখনো সাংবাদিক পরিচয়ে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে অর্থ আদায় করত এবং ব্ল্যাকমেইল করত। তাদের বিরুদ্ধে পূর্বেও ধর্ষণ, অপহরণ, প্রতারণা, যৌতুক নির্যাতন, ডাকাতির প্রস্তুতি, হত্যা ও মারামারিসহ একাধিক মামলা রয়েছে।

বিজ্ঞাপন

চক্রটি দীর্ঘদিন সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD