Logo

ফেনীতে তারেক রহমানের জনসভায় জনস্রোত, কানায় কানায় পূর্ণ মাঠ

profile picture
জেলা প্রতিনিধি
ফেনী
২৫ জানুয়ারি, ২০২৬, ১৭:০৫
ফেনীতে তারেক রহমানের জনসভায় জনস্রোত, কানায় কানায় পূর্ণ  মাঠ
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ফেনীর নির্বাচনি জনসভাকে ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের ঢল নেমেছে। জনসভা শুরুর আগেই ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ দলটির নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মাঠের ভেতরের পাশাপাশি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টেও অবস্থান নিতে দেখা গেছে বিপুলসংখ্যক নেতাকর্মীকে।

বিজ্ঞাপন

রবিবার (২৫ জানুয়ারি) দুপুর ১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত সরেজমিনে ঘুরে দেখা যায়, ফেনী ছাড়াও নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন এলাকা থেকে বাস, মাইক্রোবাসসহ নানা যানবাহনে করে আসা নেতাকর্মীরা শহরের প্রবেশমুখে মিছিল নিয়ে জনসভাস্থলে প্রবেশ করছেন। মাঠজুড়ে ধানের শীষ প্রতীক, দলীয় মনোগ্রাম সম্বলিত টি-শার্ট, পাঞ্জাবি ও মাফলার পরে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

পরশুরামের বীরচন্দ্র নগর থেকে আসা আবুল কাশেম বলেন, দীর্ঘদিন রাজনীতি করলেও সরাসরি কখনোই তারেক রহমানকে দেখার সুযোগ হয়নি। এর আগে তিনবার তিনি ফেনী আসলেও এবারই প্রথম দলীয় প্রধান হয়ে আসছেন। মাঝে দীর্ঘ সময় তিনি দেশের বাইরে থেকে দল পরিচালনা করেছেন। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এই সফর আগামী ১২ ফেব্রুয়ারির ভোটে অনেক বড় প্রভাব পড়বে বলে মনে করছি।

বিজ্ঞাপন

ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার বলেন, এ জনসভার ফেনীর অতীতের সব উপস্থিতি ছাড়িয়ে যাবে। ইতোমধ্যে মাঠে হাজারো মানুষের উপস্থিতি। শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপির অঙ্গ সংগঠনের স্বেচ্ছাসেবকরাও কাজ করছেন।

জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, ফেনী-১ আসনে বেগম খালেদা জিয়া পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এ জনপদের সঙ্গে বেগম জিয়ার আত্মার সম্পর্ক ছিল। দলমত নির্বিশেষে জনপদের মানুষ এখন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে বরণে প্রস্তুত। দলীয় প্রধানের জনসভায় বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নিচ্ছেন।

এদিকে জনসভা ঘিরে সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। জনসভার মঞ্চসহ পুরো এলাকাকে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থায় ভাগ করা হয়েছে- রেড জোন, ইয়েলো জোন ও গ্রিন জোন।

বিজ্ঞাপন

প্রায় দুই দশক সময় পর সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত পৈতৃক ভিটা ফেনীর জনপদে তারেক রহমানের আগমন ঘিরে স্থানীয় বিএনপির রাজনীতিতে যুক্ত করেছে নতুন মাত্রা। ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের পাশের ভবনে সাঁটানো হয়েছে তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন। বিপুল জনসমাগমের কথা মাথায় রেখে শহরজুড়ে অন্তত ১০টি পয়েন্টে বসানো হয়েছে বড় পর্দা।

বৃহত্তর নোয়াখালীর তিন জেলার বিভিন্ন সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীদের এ জনসভায় পরিচয় করিয়ে দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া, ২০২৪ সালের ৪ আগস্ট ফেনীতে অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তার।

বিজ্ঞাপন

এর আগে দুপুরে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে নির্বাচনি মহাসমাবেশে অংশ নেন বিএনপি চেয়ারম্যান। ফেনীর জনসভা শেষে কুমিল্লার বিভিন্ন স্থানে জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার। রাতে ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জের কাঁচপুরে সর্বশেষ জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD