স্প্রিং খুলে থামল মহুয়া এক্সপ্রেস, বিপাকে যাত্রীরা

গাজীপুরের শ্রীপুরে চলন্ত অবস্থায় ট্রেনের চাকার সঙ্গে যুক্ত একটি স্প্রিং খুলে যাওয়ায় ঢাকা–ময়মনসিংহ রুটের মহুয়া এক্সপ্রেস মাঝপথে থেমে যায়। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হলেও যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছায় এবং একাধিক ট্রেনের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে।
বিজ্ঞাপন
রবিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে শ্রীপুর ও ইজ্জতপুর রেলস্টেশনের মধ্যবর্তী বিন্দুবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ঢাকা থেকে ময়মনসিংহগামী মহুয়া এক্সপ্রেসটির শ্রীপুরে পৌঁছানোর নির্ধারিত সময় ছিল সকাল ১০টা ১৭ মিনিট।
রেলওয়ে সূত্রে জানা যায়, স্টেশনে পৌঁছানোর প্রায় দুই কিলোমিটার আগে হঠাৎ ট্রেনটি থেমে যায়। পরে পরিদর্শনে দেখা যায়, ট্রেনের একটি চাকার সঙ্গে যুক্ত স্প্রিং খুলে রেললাইনের পাশে পড়ে আছে। রেলওয়ের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্প্রিংটি উদ্ধার করেন।
বিজ্ঞাপন
এ সময় স্প্রিংয়ের সঙ্গে থাকা আরেকটি যন্ত্রাংশ স্থানীয় হামিদ মিয়া নামের এক ব্যক্তির বাড়ি থেকে আনা জিআই তার দিয়ে সাময়িকভাবে বেঁধে রাখা হয়। নিরাপত্তা নিশ্চিত করে ট্রেনটি পুনরায় চালুর চেষ্টা করা হয়।
ঘটনার পর প্রায় সোয়া এক ঘণ্টা ট্রেনটি ঘটনাস্থলে আটকে থাকে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় অত্যন্ত ধীরগতিতে মহুয়া এক্সপ্রেসটি শ্রীপুর রেলস্টেশনে নেওয়া হয়।
এ ঘটনায় মহুয়া এক্সপ্রেস নির্ধারিত সময়সূচি অনুযায়ী যাত্রা করতে পারেনি। একই কারণে ঢাকাগামী ভ্রম্যপুত্র এক্সপ্রেস প্রায় দেড় ঘণ্টা বিলম্বে ছেড়ে যায়। সব মিলিয়ে অন্তত তিনটি ট্রেনের চলাচলে বিঘ্ন ঘটে।
বিজ্ঞাপন
দীর্ঘ সময় ট্রেন আটকে থাকায় যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। অনেক যাত্রী গন্তব্যে পৌঁছাতে দেরি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।
শ্রীপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার শামীম রহমান জানান, ঘটনার বিষয়ে তারা অবগত হয়েছেন। তবে বিস্তারিত তথ্য এখনও সংগ্রহ করা হয়নি। এই ঘটনায় তিনটি ট্রেনের সময়সূচি ব্যাহত হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।








