প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ, নতুন বিজ্ঞপ্তি প্রকাশ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৯:২০ অপরাহ্ন, ২৮শে ফেব্রুয়ারি ২০২৩


প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ, নতুন বিজ্ঞপ্তি প্রকাশ
ফাইল ছবি

প্রাথমিকের সহকারী শিক্ষক পদে নিয়োগ দিতে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। এবার সারাদেশের জন্য একযোগে নিয়োগ বিজ্ঞপ্তি নয়, প্রকাশ করা হয়েছে মাত্র ৩টি বিভাগের জন্য। 


এবারের বিজ্ঞপ্তিতে বরিশাল, রংপুর ও সিলেট বিভাগের স্থায়ী নাগরিকরা আবেদন করার সুযোগ পাচ্ছেন।


মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন গ্রহণ শুরু আগামী ১০ মার্চ ২০২৩ইং। শেষ ২৪ মার্চ ২০২৩ ইং রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। বিজ্ঞপ্তিতে পদ সংখ্যা উল্লেখ্য করা হয়নি।


এবারের নিয়োগে বয়সের ক্ষেত্রে ছাড় দিয়ে হয়েছে, আগামী মার্চের ২৪ তারিখে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে ২১ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে ২১ থেকে ৩২ বছর। তবে সরকারের জারি করা স্মারক মোতাবেক, ২০২০ সালের ২৫ মার্চ যাদের বয়স সর্বোচ্চ বয়সসীমা মধ্যে ছিল তারাও আবেদন করতে পারবেন।