উচ্ছেদের দ্বিতীয় দিনে অবৈধ স্থাপনা শূণ্য বাঁকখালীর তীরের একাংশ
জেলা প্রতিনিধি
প্রকাশ: ১২:৪২ পূর্বাহ্ন, ২রা মার্চ ২০২৩
মাত্র একদিনের ব্যবধানে বদলে গেছে কক্সবাজার শহরের প্রাণখ্যাত বাঁকখালী নদীর তীরের দৃশ্য। যেখানে ৪ শতাধিক অবৈধ স্থাপনা ও বহুতল ভবনের পাশা-পাশি আবাসিক পল্লী গড়ে উঠে ছিল, তার কোন চিহ্নই আর নেই। কস্তুরাঘাট-খুরুশকুল সংযোগ সেতুর পশ্চিমের ৩ শত একর নদীর তীর দখল করে গড়ে উঠা ৪ শতাধিক স্থাপনা গুটিয়ে দিয়ে প্রশাসন।
বুধবার (১ মার্চ) সকাল থেকে শুরু হওয়া উচ্ছেদ অভিযানের দ্বিতীয় দেখা মিলেছে এমন দৃশ্যের।
উচ্ছেদের নেতৃত্বদানকারি কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান জানিয়েছেন, মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া উচ্ছেদ অভিযান দ্বিতীয় মতো চলমান রয়েছে। এ পর্যন্ত নদীর তীরের ৩ শত একর জমির অবৈধ স্থাপনা দখল মুক্ত করা হয়েছে। যেখান থেকে সরিয়ে ফেলা হয়েছে ৪ শতাধিক স্থাপনা।
তিনি জানান, নদীর তীরের প্যারাবন ধ্বংস করে ভরাট ও স্থাপনা নির্মাণ করা হয়ে ছিল। উচ্চ আদালত থেকে অবৈধ দখল উচ্ছেদের আদেশ রয়েছে। যে নিদের্শ মতে, উচ্ছেদ অভিযান চলছে। নদীর সকল দখল উচ্ছেদ না হওয়া পর্যন্ত অভিযান চলমান থাকবে।
তিনি জানান, পরিবেশ অধিদপ্তর, বনবিভাগ, বিআইডব্লিউটিএ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিততে উচ্ছেদ অভিযানে উদ্ধার হওয়া জমি বিআইডবিøউটিএ এর কাছে হস্তান্তর করা হবে।
আরএক্স/