ইসলামী ব্যাংক রেমিট্যান্স উৎসবে প্রথম মোটরসাইকেল বিজয়ী হামিদা বেগম


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৪:২৪ এএম, ৩রা মার্চ ২০২৩


ইসলামী ব্যাংক রেমিট্যান্স উৎসবে প্রথম মোটরসাইকেল বিজয়ী হামিদা বেগম
ইসলামী ব্যাংক রেমিট্যান্স উৎসবে প্রথম মোটরসাইকেল বিজয়ী হামিদা বেগম

ইসলামী ব্যাংক-রিয়া মানি ট্রান্সফার ক্যাশ রেমিট্যান্স উৎসবে প্রথম মোটরসাইকেল বিজয়ী জীবননগর শাখার গ্রাহক মোছা. হামিদা বেগম।


বৃহস্পতিবার (২ মার্চ) ইসলামী ব্যাংক টাওয়ারে ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও রিয়া মানির কান্ট্রি ম্যানেজার এ কে এম নাজমুল হোসাইন-এর উপস্থিতিতে ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত ড্র-এর মাধ্যমে মালয়েশিয়া প্রবাসী মফিজের পাঠানো রেমিট্যান্সের প্রেক্ষিতে তার স্ত্রী মোছা. হামিদা বেগম বিজয়ী হন।


এ সময় ব্যাংকের ইন্টারন্যাশনাল সার্ভিসেস উইং প্রধান মিফতাহ উদ্দিন, ফরেইন ট্রেড প্রসেসিং ডিভিশনপ্রধান মোহাম্মদ মাসুদ, ওভারসিজ ব্যাংকিং ডিভিশন প্রধান সাইফুদ্দিন মোহাম্মদ খালেদ এবং রিয়া মানির অ্যাসিস্ট্যান্ট অপারেশন ম্যানেজার মোঃ আরাফাত হোসাইন উপস্থিত ছিলেন। 


আগামী ১৪ মে পর্যন্ত চলমান এই ক্যাম্পেইনে রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে প্রেরিত ক্যাশ রেমিট্যান্স গ্রাহকদের মধ্যে প্রতিদিন ১ জন গ্রাহক মোটরসাইকেল জিতে নিতে পারবেন।