দামুড়হুদায় শিক্ষার্থীদের মাঝে ডিম খাওয়ানো উৎসব
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:৩১ এএম, ৭ই মার্চ ২০২৩

চুয়াডাঙ্গার দামুড়হুদায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০২৩ উপলক্ষ্যে ছাত্র-ছাত্রীদের মাঝে ডিম খাওয়ানো উৎসব অনুষ্ঠিত হয়েছে।
দামুড়হুদা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অর্থায়নে সোমবার (৬মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে ডিম খাওয়ানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোছা. তাছলিমা খাতুন। এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার নাসির উদ্দীন, ভেটেনারি সার্জন নাজমুল হাসান শাওন, এইও ডা. রাকিবুল হাসান রাকিব, দামুড়হুদা প্রেস ক্লাবের সভাপতি এম নুরুন্নবী,সাধারন সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংবাদিক আলিআজগার সোনা, রাসেল আহাম্মেদ, স্কুলের প্রধান শিক্ষকসহ ছাত্র/ছাত্রীরা। অনুষ্ঠান পরিচালনা করেন ভেটেনারি সার্জন নাজমুল হাসান শাওন।