মহম্মদপুরে ‘অনুভূতির অন্তরালে’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৬:৪৭ এএম, ৭ই মার্চ ২০২৩

মাগুরার মহম্মদপুরে ঝামা মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে ‘অনুভূতির অন্তরালে’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অমর একুশে বইমেলা- ২০২৩, নবযুগ প্রকাশনী থেকে প্রকাশিত ‘অনুভূতির অন্তরালে’ কাব্যগ্রন্থের লেখক উপজেলার কৃতিসন্তান, বিশিষ্ট সংগীতশিল্পী, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক (বিসিএস ক্যাডারভুক্ত) কবি মুহাম্মদ মিজানুর রহমান অনিক। এটি তার প্রথম কাব্যগ্রন্থ।
সোমবার (৬ মার্চ) বিকেলে ঝামা মাধ্যমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এই কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আলোচনা সভায় ঝামা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পলাশবাড়ীয়া ইউপি'র সাবেক চেয়ারম্যান এম রেজাউল করিম চুন্নু।
বিশেষ অতিথির বক্তব্য দেন সাপ্তাহিক মহম্মদপুর বার্তার সম্পাদক বিশিষ্ট কবি ও নাট্যকার সালাহ্উদদীন আহমেদ মিলটন, কবি শেখ রেজাউল হক রিজু, কবি ও সাংবাদিক মুরাদ হোসেন ও কবি মো. মতিউর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষকরা।
সহকারী প্রধান শিক্ষক শ্যামল কুমার গুহর সঞ্চালনায় আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন কবি মুহাম্মদ মিজানুর রহমান অনিক। পরে কাব্যগ্রন্থটি মোড়ক উন্মোচন করেন অতিথিরা।