ভাঙ্গায় অগ্নিকাণ্ডে ১৩টি ঘর পুড়ে ছাই
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:৪৬ পূর্বাহ্ন, ৯ই মার্চ ২০২৩
ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের ভদ্রকান্দা গ্রামে অগ্নিকাণ্ডে ৬টি পরিবারের ১৩টি ঘর পুড়ে গিয়েছে। এ সময় আগুনে পুড়ে একটি গরু, একটি ছাগল ও বেশ কিছু কবুতরের মৃত্যু হয়েছে।
দমকল বাহিনী ও এলাকাবাসী চেষ্টা করে আগুণ নিয়ন্ত্রণে আনে। গরুর ঘরের মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে।
নাসিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর খান জানান, মঙ্গলবার (৮ মার্চ) রাত পৌনে ১টার দিকে ভদ্রকান্দা গ্রামের শেখ বাড়িতে অগ্নিকাণ্ডে ওহাব শেখ, খলিল শেখ, সোহরাব শেখ, সোবাহান শেখ, শহিদ শেখ, শিরিন আক্তারের ১৩টি ঘরের সব কয়টি পুড়ে যায়। এতে গরু, ছাগল মারা যায়।
তিনি আরও বলেন,এ সময় ঘরে থাকা ফসল পুড়ে যায়। পরিবারগুলো পুরো নিঃস্ব হয়ে পড়েছে। এলাকাবাসী ও সদরপুরের দমকল বাহিনীর সদস্যরা চেষ্টা চালিয়ে রাত আড়াইটার দিকে আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বুধবার (৮ মার্চ) সকালে ক্ষতিগ্রস্থ পরিবারকে চেয়ারম্যান ব্যক্তিগত তহবিল থেকে ২২ হাজার টাকা সাহায্য প্রদান করে।