উজিরপুরে ছেলের হাতে বাবা খুন


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:২৭ অপরাহ্ন, ২৭শে জুলাই ২০২৫


উজিরপুরে ছেলের হাতে বাবা খুন
ছবি: প্রতিনিধি।

বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের পশ্চিম খাটিয়ালপাড়া গ্রামে প্রকাশ্যে ছেলের ছুরিকাঘাতে মো. শাহ আলম খান (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ মোঃ শাহরিয়ার শিমুল (৩৫) নামে খুনিকে গ্রেফতার করেছে।


রবিবার (২৭ জুলাই)  দুপুর ২ টায় উজিরপুর উপজেলার  বড়াকোঠা ইউনিয়নের ১নং ওয়ার্ড পশ্চিম খাটিয়ালপাড়া সিকদার বাড়ীর সামনে ইটের রাস্তার উপর মো. শাহ আলম খান (৬৫)কে প্রকাশ্যে তার ছেলে মো . শাহরিয়ার শিমুল (৩৫) গলায় ছুরিকাঘাত করে হত্যা করে। 


স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১১ টার দিকে বাবার সাথে ছেলের টাকা পয়সা নিয়ে ঝগড়া সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে পরবর্তীতে শাহরিয়ার শিমুল তার বাবাকে ঘটনাস্থলে একা পেয়ে গলায় ছুরিকাঘাত করে হত্যা করে। ডাকচিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসলে হত্যাকারী দৌড়ে পালানোর সময় লোকজন তাকে আটক করে। 


আরো জানা যায় হত্যাকারী একজন নেশাগ্রস্ত, বেপরোয়া স্বভাবের এবং মানসিকভাবে বিপর্যস্ত ছিলো। প্রায়ই বাবার সাথে তার বিভিন্ন বিষয়ে ঝগড়া হতো। নিহত শাহ আলম  অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ছিলেন। নিহত শাহ আলম ও তার ছেলে (হত্যাকারী) একসাথে থাকতো। শাহ আলম দুটি বিবাহ করে।


উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস সালাম জানান লাশ উদ্ধার করা হয়েছে, ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হবে। হত্যা মামলা হয়েছে। জনগণের সহায়তায় খুনিকে গ্রেফতার করা হয়েছে।



এসডি/