সবাই বিবাহিত হওয়ায় পরীক্ষায় ফেল করেছে: প্রধান শিক্ষক
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:১৬ অপরাহ্ন, ১১ই জুলাই ২০২৫

এবছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় পিরোজপুরের দুইটি বিদ্যালয়ের পাস করতে পারেনি কোনো শিক্ষার্থী। কেন কেউ পাস করতে পারেনি- এ বিষয়ে শিক্ষকরা বলছেন, সব ছাত্রীরা বিবাহিত হওয়ায় প্রয়োজনীয় পড়াশোনা করতে পারেনি তাই সম্ভবত এমনটি হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) চলতি বছরের ফলে এ তথ্য জানা যায়।
বিদ্যালয় দুটি হলো—পিরোজপুর সদর উপজেলার জুজখোলা সম্মিলিত মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং ভান্ডারিয়া উপজেলার মধ্য চড়াইল মাধ্যমিক বিদ্যালয়।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ৩ জেলে উদ্ধার
জানা যায়, প্রতিষ্ঠান দুটি এমপিওভুক্ত হওয়ার পরও এবং ১০ জন শিক্ষক থাকা সত্ত্বেও তাদের অবহেলায় থেমে গেছে পড়ালেখার মান। অভিযোগ রয়েছে, জেলার প্রত্যন্ত অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় শিক্ষা কর্মকর্তাদের কোনো ধরণের তদারকি নেই।
সদর উপজেলার জুজখোলা সম্মিলনী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম হালদার বলেন, আমাদের প্রতিষ্ঠান থেকে এবারে ১২ জনের রেজিস্ট্রেশন সম্পন্ন করেছিলাম। তার মধ্যে ৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করে এবং সবাই ফেল করেছে। আমাদের সব ছাত্রী বিবাহিত হওয়ায় ঠিকমতো ক্লাসে আসেনি। তাই লেখাপড়া করতে পারেনি। এ কারণেই সম্ভবত এমন হয়েছে।
সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের বাসিন্দা সুমন বলেন, আমার দুই বোন জুজখোলা সম্মিলনী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। আগামী বছর এসএসসি পরীক্ষা দেবে। কিন্তু বিদ্যালয়ের অবকাঠামো খুবই অনুন্নত। ক্লাসে বসলে বৃষ্টির সময় পানি পড়ে। অধিকাংশ সময়ই ক্লাস হয় না। এ বছর বিদ্যালয়ের ফল খুবই খারাপ হয়েছে। আমাদের দাবি, শিক্ষকরা ছাত্রীদের পড়াশোনার প্রতি আরও মনোযোগী হবেন। যাতে আগামী বছর এই বিদ্যালয়ের ফল ভালো হয়।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ ৩ জেলে, উপকূলে শোকের ছায়া
ভান্ডারিয়া উপজেলার মধ্য চড়াইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন বলেন, এ বছরে আমাদের স্কুল থেকে ৭ জন রেজিস্ট্রেশন করেছিল। এর মধ্যে ৪ জন নিয়মিত এবং ১ জন অনিয়মিতভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। গ্রাম পর্যায়ের স্কুল হওয়ায় সবাই নিয়মিত ক্লাস করে না। তারা বাসায়ও ঠিকমতো পড়াশোনা করে না। যার ফলে উত্তীর্ণ হতে পারেনি।
এ বিষয়ে পিরোজপুর জেলা শিক্ষা কর্মকর্তা মো. ইদ্রিস আলী আযিযী বলেন, এ বিষয়ে আমরা কোনো তথ্য এখনো পাইনি। খোঁজ নিয়ে পরে বলতে পারব।
এমএল/