বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ৩ জেলে উদ্ধার
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৬:৩৩ অপরাহ্ন, ১০ই জুলাই ২০২৫

বৈরী আবহাওয়ার কারণে বরগুনার পাথরঘাটা থেকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ওই ট্রলারে থাকা ১২ জেলের মধ্যে ৯ জেলে উদ্ধার হলেও নিখোঁজ ছিলো তিন জেলে।
পরবর্তীতে বৃহস্পতিবার (১০ জুলাই) বেলা ২ টার দিকে অন্য একটি ট্রলার নিখোঁজ হওয়া ৩ জেলেকে উদ্ধার করে কুলে নিয়ে আসা হচ্ছে।
এর আগে গত মঙ্গলবার (৮ জুলাই) উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরার জন্য যায় এফবি সাইকূল নামের ট্রলারটি, পরবর্তীতে বৈরী আবহাওয়ার কবলে পরে ট্রলারটি ডুবে যায়। এসময় ট্রলারে থাকা ১২ জন জেলের মধ্যে ৯ জনকে অন্য একটি ট্রলারে উদ্ধার করে বাকি ৩ জন নিখোঁজ হয়ে যায়।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ ৩ জেলে, উপকূলে শোকের ছায়া
নিখোঁজ জেলেরা হলেন পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের হোগলাপাশা আবাসনের কবির শিয়ালী (৪৫), সোহাগ (৩০) এবং কাঠালতলী ইউনিয়নের গোপাল চন্দ্র (৪০)।
ডুবে যাওয়া ট্রলারটি পাথরঘাটা উপজেলার খলিফার এলাকার আলমগীর হোসেন মালিকানাধীন এফবি সাইকূল। জেলেদের উদ্ধার করতে পারলেও ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি। এতে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে টলার মালিকের।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, জেলেরা গভীর সাগরে জাল ফেলে বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় হঠাৎ ঝড় উঠলে ট্রলারটি ডুবে যায়। পরে পাশ্ববর্তী একটি ট্রলার থেকে ৯ জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও ৩ জনকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। পরবর্তীতে অন্য একটি ডলার তাদেরকে খুঁজে পেয়ে উদ্ধার করে।
বৃহস্পতিবার সকাল পর্যন্ত নিখোঁজদের উদ্ধারে কোস্টগার্ড, নৌবাহিনী ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্ধার অভিযান চলছে।
এসডি/