পবিপ্রবিতে অর্থ কেলেঙ্কারির অভিযোগে দুই কর্মকর্তা-কর্মচারি বরখাস্ত
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:০৯ পিএম, ২৫শে আগস্ট ২০২৫

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ২ কোটি ৬০ লাখ টাকার আর্থিক কেলেঙ্কারির অভিযোগে দুই কর্মকর্তা-কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বরখাস্তকৃতরা হলেন, বিশ্ববিদ্যালয়ের ক্যাশ ফান্ড এন্ড পেনশন সেকশনের উপ-পরিচালক মো.রাজিব মিয়া ও হিসাব বিভাগে কর্মরত ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট আবু সালেহ মো. ঈসা।
সোমবার (২৫ আগস্ট) হাতে পাওয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত দুটি পৃথক অফিস আদেশ থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। অফিস আদেশে বলা হয়েছে, ২০২৩-২৪ অর্থবছরের নিরীক্ষা কার্যক্রমে আর্থিক অসঙ্গতি ও অনিয়ম ধরা পড়ায় তহবিল তসরুফের দায়ে এ দুই কর্মকর্তা ও কর্মচারিকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, সাময়িক বরখাস্ত থাকা অবস্থায় তারা নিয়ম অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। এ বিষয় গঠিত তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়টির পেনশন সেলের উপ-পরিচালক রাজিব মিয়া ও ল্যাব এ্যাটেনডেন্ড আবু সালেহ ঈছার বিরুদ্ধে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের লোনের কিস্তি বাবদ ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাৎ ও আত্মসাৎ চেষ্টার প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন।