কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:১৮ পিএম, ২০শে আগস্ট ২০২৫


কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও ভেসে এলো মৃত একটি ইরাবতী ডলফিন। বুধবার (২০ আগস্ট) দুপুর দেড়টার দিকে ৩ ফুট দৈর্ঘ্যের ডলফিনটির মৃতদেহ সৈকতে ভেসে আসে। এর শরীরের বিভিন্ন অংশে চামড়া উঠে গেছে। ঘটনাস্থলে স্থানীয় মানুষ ও পর্যটকরা ভিড় করেন।


উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) আহ্বায়ক কে এম বাচ্চু জানান, ডলফিনটি ইরাবতী প্রজাতির। সাধারণত এ প্রজাতির ডলফিন ৮ থেকে ১০ ফুট পর্যন্ত হয়ে থাকে। তিনি বলেন, আগের তুলনায় ডলফিন মৃত্যুর সংখ্যা কমলেও এখনও মাঝে মাঝে এ ধরনের ঘটনা ঘটছে। গত ২৪ ঘণ্টায় ছোট-বড় দুটি ডলফিন মৃত অবস্থায় পাওয়া গেছে। সরকার ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর উচিত এসব মৃত্যুর কারণ গভীরভাবে অনুসন্ধান করা।


আরও পড়ুন: ২৪ কেজি কোরাল মাছ বিক্রি ৩৬ হাজার টাকায়


বিশেষজ্ঞদের মতে, ইরাবতী ডলফিন শুধু সামুদ্রিক প্রাণী নয়, সমুদ্র পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষার গুরুত্বপূর্ণ সূচক। এর উপস্থিতি সামুদ্রিক ইকোসিস্টেমকে সুস্থ রাখে, মাছসহ বিভিন্ন জলজ প্রাণীর সুরক্ষা দেয় এবং পর্যটন খাতেও ইতিবাচক প্রভাব ফেলে।


ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ প্রকল্পের সহযোগী গবেষক বখতিয়ার রহমান জানান, ডলফিনের শরীরের দাগ থেকে ধারণা করা যায় নৌযান, জেলেদের জাল কিংবা মাছ ধরার অন্যান্য সরঞ্জামের আঘাতেই এর মৃত্যু হয়েছে। এছাড়া শিল্প বর্জ্য, প্লাস্টিক ও তেলের দূষণও ডলফিনদের জন্য বড় হুমকি হয়ে উঠছে। তিনি স্থানীয়ভাবে সচেতনতা বাড়ানো এবং অভয়ারণ্য এলাকায় জালের ব্যবহার সীমিত করার পরামর্শ দেন।


আরও পড়ুন: বঙ্গোপসাগরে নিম্নচাপ, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত


কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, চলতি বছরেই ৭টি ডলফিন মৃত অবস্থায় সৈকতে ভেসে এসেছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পদক্ষেপ নিতে অনুরোধ জানানো হয়েছে।


বনবিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা কে এম মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থলে টিম পাঠানো হয়েছে এবং মৃত ডলফিনটি মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।


আরও পড়ুন: বাকেরগঞ্জে তিন ক্লিনিকে অনিয়ম, ২ লাখ টাকা জরিমানা


বাংলাদেশ বন অধিদপ্তরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা জোহরা মিলা জানান, পৃথিবীতে প্রায় ৭ হাজার ইরাবতী ডলফিন রয়েছে, যার মধ্যে ৬ হাজারের বেশি বাংলাদেশে বসবাস করে। তবে নানা কারণে এ প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে পড়েছে।


তিনি আরও বলেন, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ অনুযায়ী ডলফিন হত্যার জন্য সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড অথবা তিন লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। পুনরায় অপরাধ করলে শাস্তি আরও বাড়তে পারে।


এএস