বাকেরগঞ্জে তিন ক্লিনিকে অনিয়ম, ২ লাখ টাকা জরিমানা


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৮:২৯ পিএম, ১৮ই আগস্ট ২০২৫


বাকেরগঞ্জে তিন ক্লিনিকে অনিয়ম, ২ লাখ টাকা জরিমানা
ছবি: প্রতিনিধি।

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় তিনটি বেসরকারি ক্লিনিকে সেবার মান ও জনবল ঘাটতির অভিযোগে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


সোমবার ( ১৮ই আগস্ট) দুপুরে অভিযান চালিয়ে এসব ক্লিনিকে ২ লক্ষ টাকা জরিমানা করেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার।


ক্লিনিক তিনটি হলো- বাকেরগঞ্জ  বাসস্ট্যান্ড এলাকার কালিগঞ্জ সড়ক জাহানারা ক্লিনিক, গ্রীন লাইফ ক্লিনিক ,ও ডিজিটাল ক্লিনিক,।


বাকেরগঞ্জ  সহকারী  কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  তন্ময় হালদার বলেন  বাকেরগঞ্জ শহরে গড়ে ওঠা বেশ কয়েকটি বেসরকারি ক্লিনিকে সার্বক্ষণিক চিকিৎসক, প্রশিক্ষিত নার্স, স্বাস্থ্যকর্মী ও জনবল নেই। সেবার মনমানসিকতা নয়, অর্থ উপার্জনের উদ্দেশেই এসব ক্লিনিক গড়ে তোলা হয়েছে। 


অভিযানে সার্বক্ষণিক চিকিৎসক এবং প্রশিক্ষিত নার্স ও স্বাস্থ্যকর্মী না থাকায় ওই তিনটি ক্লিনিকে ২লক্ষ টাকা জরিমানা করা হয় অভিযান পরিচালনা করেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার 


এ সময় আরো উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ থানার একটি টিম বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম স্যানিটারি ইন্সপেক্টর হালিম সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।


এ ব্যাপারে সরকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার বলেন সঠিক নিয়মে ক্লিনিক পরিচালনা না করলে পরবর্তীতে আবারো ব্যবস্থা নেয়া হবে।


এসডি/