মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত আয়া মাসুমার দাফন সম্পন্ন


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:১৩ অপরাহ্ন, ২৭শে জুলাই ২০২৫


মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত আয়া মাসুমার দাফন সম্পন্ন
মাসুমার নাশবাহী গাড়ী।

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দূর্ঘটনায় অগ্নিদগ্ধ ওই কলেজের আয়া মাসুমা বেগম (৩৬) মৃত্যু বরণ করেন। 


ঢাকা জাতীয় বার্ণ ইউনিটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৬ জুলাই) পোনে এগারোটায় মারা যায়। নিহত মাসুমা বেগম কে রবিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৯টায় ভোলা বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ৭নং ওয়ার্ডস্থ স্বামী মো. সেলিমের গ্রামের রুন্দি বাড়ীতে দাফন করা হয়। 


শনিবার রাতে লাশের গাড়ী গ্রামের বাড়ীতে আসলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। আশপাশের লোকজন লাশের গাড়ী  দেখার জন্য ভীড় জমায়।


নিহতের স্বামী মো. সেলিম জানান, আমার স্ত্রী পরিবার নিয়ে রাজধানীর তুরাগ থানার নয়ানগর এলাকার শুকরা ভাঙ্গাতে থাকথাম। আমি নিজে বায়িং হাউজে চাকুরী করতাম। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আমার স্ত্রী মাসুমা বেগম আয়া পদে ৪/৫ বছর যাবত চাকুরী করতেন। যুদ্ধবিমান দুর্ঘটনায় সে অগ্নিদগ্ধ হয়। 


প্রথমে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হলে তার অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে ঢাকা বার্ণ ইউনিটে আইসিইউতে ভর্তি করা হয়। ৫ দিন পর শনিবার সকালে বার্ণ ইউনিটে মারা যায়। মারা যাওয়ার পর বিমান বাহিনীর কিছু সহযোগিতায় এম্বুলন্সে করে গ্রামের বাড়ীতে নিয়ে এসে রবিবার সকালে দাফন কাজ শেষ করি। 


 তিনি জানান, তার স্ত্রী খুবই ভালো মানুষ ছিলেন ওই স্কুলের ছোট বাচ্চাদের দেখাশুনাও করতো। তার ১টি মেয়ে ও ১টি ছেলে রয়েছে। মেয়েটি বিবাহ দিয়েছি। ছেলেটি উত্তরা একটি বিদ্যালয় ৬ষ্ঠ শ্রেণীতে পড়াশুনা করে। আমরা সন্তানরা ওদের মাকে হারিয়ে বার বার জ্ঞান হারিয়ে ফেলছে। আমি নিজেই স্ত্রীকে হারানোর বেদনা সইতে পারছি না সন্তানদেরকে কিভাবে সাত্বনা দেব। সবাই দোয়া করবেন যাতে আল্লাহ আমার স্ত্রী কে জান্নাতবাসী করেন।


এসডি/