বরিশালে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন

ব্যবসায়িক লক্ষ্যমাত্রার বিভিন্ন সূচক কাঙ্খিত পর্যায়ে উন্নীত করার পাশাপাশি আমানত বৃদ্ধি, পরিচালন মুনাফা অর্জন
বিজ্ঞাপন
অগ্রণী ব্যাংক লিমিটেডের বরিশাল সার্কেলের ব্যবস্থাপক সম্মলেন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ মার্চ) বরিশাল সার্কেল কর্তৃক আয়োজিত বরিশাল বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর।
বিজ্ঞাপন
বরিশাল সার্কেলের মহাব্যবস্থাপক মো. গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এ সময় উপব্যবস্থাপনা পরিচালক শ্যামল কৃষ্ণ সাহা, মহাব্যবস্থাপক (এইচআরপিডিওডি) মো. আমিনুল হকসহ সার্কেলাধীন সকল নির্বাহী, কর্পোরেট শাখা প্রধান, বরিশাল, ভোলা, পটুয়াখালী ও পিরোজপুরের অঞ্চল প্রধান এবং শাখা ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
সম্মেলনে ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর ব্যাংকের ২০২৩ সালে ব্যবসায়িক লক্ষ্যমাত্রার বিভিন্ন সূচক কাঙ্খিত পর্যায়ে উন্নীত করার পাশাপাশি আমানত বৃদ্ধি, পরিচালন মুনাফা অর্জন ও গ্রাহকসেবার মান আরও উন্নত করা, শ্রেণীকৃত ঋণ হ্রাস এবং নতুন করে কোন ঋণ যাতে শ্রেণীকৃত না হয় সে লক্ষ্যে বিশেষ দিক নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও সম্মেলনে ২০২২ সালে অর্জিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা পর্যালোচনা করা হয়








