রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ড: তদন্ত কমিটির প্রতিবেদন বিকালে


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১০:১৮ অপরাহ্ন, ১২ই মার্চ ২০২৩


রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ড: তদন্ত কমিটির প্রতিবেদন বিকালে
তদন্ত কমিটি

কক্সবাজারের উখিয়ার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগ্নিকান্ডের কারণ জানতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন রবিবার (১১ মার্চ) বিকাল ৩ টার পর কক্সবাজার জেলা প্রশাসক বরাবরে জমা দেয়া হবে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান।


তিনি বলেন, ঘটনার তদন্তে গঠিত কমিটির কাজ শেষ হয়েছে। প্রতিবেদন বিকাল ৩ টার পর জমা দেয়া হবে।


আগুনের ঘটনাটি নিছক দুর্ঘটনা নাকি নাশকতা এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, ঘটনার প্রত্যক্ষদর্শী, ক্ষতিগ্রস্থ মানুষের সাথে আলাপ করে ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া গেছে। এব্যাপারে প্রতিবেদন জমা দেয়ার পর বিস্তারিত বলা যাবে।


গত ৫ মার্চ দুপুরে উখিয়ার বালুখালী ১১ নম্বর ক্যাম্পে অগ্নিকান্ডে ঘরসহ ২ হাজার ৮০৫ টি নানা স্থাপনা এবং ১৫ হাজার ৯২৫ জন রোহিঙ্গা ক্ষতিগ্রস্থ হয়েছে।


তদন্ত কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, তদন্তকালে 'মিয়ানমারের সশস্ত্র গোষ্টি আরসা সদস্যরা আগুন লাগানোর ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছেন রোহিঙ্গারা। তদন্ত কমিটি অনন্ত ৫০ জন রোহিঙ্গাসহ সংশ্লিষ্টদের সাথে আলাপ করেছে। এসব রোহিঙ্গারা বলছেন এটা পরিকল্পিত নাশকতা।


এর আগে ২০২১ সালের ২২ মার্চ একই ক্যাম্পে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা হয়ে ছিল। ওই সময় ১১ জনের মৃত্যু, ৫ শতাধিক আহত হয়। পুঁড়ে গিয়ে ছিল ৯ হাজারের বেশি ঘর।


আরএক্স/