সাবেক স্পিকার জমির উদ্দিনকে ২৭ লাখ টাকা জরিমানা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১:০০ অপরাহ্ন, ১৩ই মার্চ ২০২৩

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় ২৭ লাখ ৮৬ হাজার ৩৬৪ টাকা জরিমানার করেছে আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৭-এর বিচারক প্রদীপ কুমার রায় ৬ মার্চ এ আদেশ দেন।
জাানা গেছে, জাতীয় সংসদের স্পিকার থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে চিকিৎসা ভাতার বিষয়ে অর্থ বরাদ্দের অভিযোগে জমির উদ্দিন সরকারসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ২৮ ডিসেম্বর আগারগাঁও থানায় পৃথক পাঁচটি মামলা করে দুদক।
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের আইনজীবী হান্নান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘জরিমানার টাকা জমা দেওয়ার জন্য আমরা সোনালী ব্যাংকের চালান কপি পূরণ করেছি। আশা করছি আজই জরিমানার টাকা জমা দিয়ে দেব।’