ধামরাইয়ে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৩:২৬ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৩


ধামরাইয়ে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
ফাইল ছবি

ঢাকার ধামরাইয়ে নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত (৭০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


মঙ্গলবার (১৪ মার্চ) উপজেলার কুল্লা ইউনিয়নের ফোর্ডনগর এলাকায় ধলেশ্বরী নদী থেকে মরদেহ উদ্ধার করে ধামরাই থানা পুলিশ। তাৎক্ষণিক নিহতের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।


জানা যায়, স্থানীরা নদীতে ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তার শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। তার নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। আনুমানিক তার বয়স ৭০ বছর হবে।


এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। মরদেহটির ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। পরিচয় শনাক্তসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।