বঙ্গবন্ধু সমাধি কমপ্লেক্সে ৩ দিন সাধারণ দর্শনার্থীদের জন্য প্রবেশ বন্ধ
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:৪৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৩
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সে সাধারণ দর্শনার্থীদের জন্য আগামী ৩ দিন প্রবেশ বন্ধ থাকবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ উপলক্ষে আগামী ১৫ থেকে ১৭ মার্চ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
সোমবার (১৩ মার্চ) জেলা তথ্য অফিসার মুঈনুল ইসলাম কর্তৃক সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় গৃহীত সিদ্ধান্ত মতে ১৫ থেকে ১৭ মার্চ পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের জন্য সমাধি সৌধে প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জন্মবার্ষিকী ও শিশু দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারবর্গ উপস্থিত থাকবেন। তাই গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলমের নির্দেশে অবিলম্বে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।
বঙ্গবন্ধু সমাধিসৌধে আগত দর্শনার্থীদের সাময়িক এ অসুবিধার জন্য তিনি দুঃখ প্রকাশ করে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।