বাংলাদেশ ব্যাংক ও অগ্রণী ব্যাংকের মধ্যে চুক্তি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১১:২৪ পিএম, ১৯শে মার্চ ২০২৩


বাংলাদেশ ব্যাংক ও অগ্রণী ব্যাংকের মধ্যে চুক্তি
বাংলাদেশ ব্যাংক ও অগ্রণী ব্যাংকের মধ্যে চুক্তি

বাংলাদেশ ব্যাংক এবং অগ্রণী ব্যাংকের মধ্যে গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড (জিটিএফ)- এর আওতায় দেশের রপ্তানি ও উৎপাদনমুখী শিল্প খাতে বিনিয়োগ সুবিধা অব্যাহত রাখার লক্ষ্যে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়। 


বৃহস্পতিবার (১৬ মার্চ) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার স্বাক্ষরিত চুক্তিপত্রের কপি অগ্রণী ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীরের কাছে হস্তান্তর করেন। 


এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজি সাইদুর রহমান, নির্বাহী পরিচালক খুরশিদ আলম, সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক চৌধুরী লিয়াকত আলী এবং অগ্রণী ব্যাংকের জেনারেল ম্যানেজার রূবানা পারভীনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা।


আরএক্স/