‘নিখোঁজ’ ইলিয়াস আলীর নাম সিলেট জেলা বিএনপির কমিটিতে
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২:৫২ এএম, ২১শে মার্চ ২০২৩

‘নিখোঁজ’ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে সিলেট জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে এক নম্বর সদস্য হিসেবে রাখা হয়েছে বলে জানা গেছে।
রবিবার (১৯ মার্চ) বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
সিলেট জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনের এক বছর পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো। কমিটিতে বিভিন্ন পদে ১৫১ জন এবং উপদেষ্টা করা হয়েছে ৯১ জনকে।
কমিটিতে সহ-সভাপতি ২০ জন, যুগ্ম সম্পাদক ১২ জন, সাংগঠনিক সম্পাদক ৫ জন এবং বিভিন্ন সম্পাদকীয় পদে রয়েছেন ৩১ জন।
কমিটিতে ইলিয়াস আলীর স্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা দ্বিতীয় সদস্য এবং তাদের ছেলে আবরার ইলিয়াস একাদশ সদস্য হয়েছেন।
ইলিয়াস আলীকে কমিটিতে রাখা প্রসঙ্গে বিএনপির জেলা শাখার সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, আমরা বিশ্বাস করি এম ইলিয়াস আলী বেঁচে আছেন এবং সরকার তাকে জোর করে গুম করে রেখেছে।
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

বিএনপি মহাসচিবের সঙ্গে পাকিস্তানি হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বছরজুড়েই মহানবীর জীবন-আদর্শ চর্চা অব্যাহত রাখার আহ্বান জামায়াতের

জনগণ আর কোনো চাঁদাবাজ-ফ্যাসিবাদকে চায় না: ডা. তাহের

রাজবাড়ীর ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতা ফুটে উঠেছে: এনসিপি
