শ্রীনগরে টানা বৃষ্টির আশঙ্কায় আলু চাষীদের কপালে দুশ্চিন্তার ছাপ


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:০৯ পূর্বাহ্ন, ২২শে মার্চ ২০২৩


শ্রীনগরে টানা বৃষ্টির আশঙ্কায় আলু চাষীদের কপালে দুশ্চিন্তার ছাপ
বৃষ্টির আশঙ্কায় আলু চাষীরা

শ্রীনগরে টানা বৃষ্টির আশঙ্কায় আলু চাষীদের কপালে দুশ্চিন্তার ছাপ পড়েছে। রোববার ভোরে খানিকটা গুড়িগুড়ি বৃষ্টি হওয়া শুরু করে। সকাল থেকে দিনব্যাপী মেঘাচ্ছন্ন আকাশ দেখতে পাওয়া যায়। সন্ধ্যা থেকে থেমে থেমে বৃষ্টি হতে শুরু করে। এ পরিস্থিতিতে টানা বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। 


এতে আলু জমিতে জলাবদ্ধতার সৃষ্টির শঙ্কায় পড়েছেন স্থানীয়রা। তারা বলছেন, এ অঞ্চলে এখন আলু উত্তোলনের কর্মযজ্ঞ চলছে। আগামী ১৫-২০ দিনের মধ্যে প্রায় সব জমির আলু উঠে যাবে। 


যদি বৃষ্টির পরিমান বাড়ে তাহলে ফসলের ব্যাপক ক্ষতি হবে। টানা বৃষ্টির আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন। জানা যায়, গেলো দুই বছর আলু চাষে স্থানীয় চাষীরা কাঙ্খিত ফলন ও মূল্য পাননি। এতে শতশত কৃষক লোকসানের মুখে পড়েন। 


ঘুরে দাড়াতে ক্ষতিগ্রস্তরা এবারও আলু চাষ করেছেন। এরই মধ্যে উৎপাদিত আলুর কাঙ্খিত মূল্য না পাওয়ার শঙ্কায় হতাশায় ভোগছেন তারা। বর্তমান পাইকারী বাজারে প্রতিমণ আলু কেনাবেচা হচ্ছে ৪০০ থেকে ৪৩০ টাকায়। অথচ প্রতিমণ আলু উৎপাদনে কৃষকের খরচ পড়েছে কমপক্ষে ৪৫০-৫০০ টাকা করে। 


খোলা বাজারে আলুর কেজি বিক্রি হচ্ছে ১৮-২০ টাকা। স্থানীয় কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলায় এ বছর প্রায় ২ হাজার ৩শ’ হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছে। আলুর উৎপাদণের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে প্রায় ৬২ হাজার ৯শ’ মেট্রিকটন।


আরএক্স/