Logo

বাজারে বেগুনের কেজি ১০০ টাকা

profile picture
জনবাণী ডেস্ক
২৩ মার্চ, ২০২৩, ১৪:১৩
48Shares
বাজারে বেগুনের কেজি ১০০ টাকা
ছবি: সংগৃহীত

বাজারে বেগুনের সরবরাহের তুলনায় চাহিদা বেশি, তাই দামও বেশি এছাড়া অন্যান্য পণ্যের দাম স্বাভাবিক রয়েছে

বিজ্ঞাপন

রাজধানীর বিভিন্ন বাজারে বেগুন প্রতিকেজি ১০০ টাকায় বিক্রি হচ্ছে। যে বেগুনের দাম গত সপ্তাহে ছিল ৫০-৬০ টাকা, তা আজ এসে দাঁড়িয়েছে ১০০ টাকায়।

বিক্রেতারা জানান, বাজারে বেগুনের সরবরাহের তুলনায় চাহিদা বেশি, তাই দামও বেশি। এছাড়া অন্যান্য পণ্যের দাম স্বাভাবিক রয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২২ মার্চ) বিকেল সাড়ে ৪ টায় নিউমার্কেট কাঁচাবাজারে প্রতিকেজি বেগুন ৮০-১০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া সজনে ১২০ টাকা, বরবটি ৮০ টাকা, কচুর লতি ৮০ টাকা, করলা ৭০-৮০ টাকা, শিম ৫০-৬০ টাকা, পটল ৬০-৭০ টাকা, টমেটো ৪০ টাকা, গাজর ৪০ টাকা, শসা ৫০-৬০ টাকা, কাঁচা মরিচ ৭০-৮০ টাকা।

বিজ্ঞাপন

আকার ভেদে ৪০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে প্রতি হালি লেবু। লেবুর দাম বৃদ্ধি নিয়ে জানতে চাইলে বিক্রেতারা জানান, ইফতারে সবাই লেবুর শরবত খায়, তাই লেবুর চাহিদাও বেশি থাকে। ফলে রমজান আসলেই লেবুর দাম বেড়ে যায়।

এদিকে বাজার ঘুরে দেখা গেছে, প্রতিকেজি ছোলার দাম ৮০-৮৫ টাকা। চিনি ১১০ টাকা, মসুর ডাল ১৩৫-১৪০ টাকা, খেসারি ডাল ৭৪ টাকা, অ্যাংকরের বেসন ৭৫ টাকা, বুটের বেসন ১০০ টাকা এবং মুড়ি ৮০-১২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বিজ্ঞাপন

প্রতিকেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকায়, খাসির মাংস ১ হাজার ১০০ টাকায় এবং ছাগলের মাংস ৯০০ টাকায়।

বিজ্ঞাপন

বাজারে মান ভেদে ৫০০ টাকা থেকে ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে প্রতিকেজি খেজুর। এ ছাড়া, আপেল ২৮০-৩০০ টাকা, মাল্টা ২০০-২২০ টাকা দরে বিক্রি হচ্ছে। 

বাজারে আসা বেসরকারি চাকরিজীবী আক্তার হোসেন বলেন, রমজান উপলক্ষে বেগুনের দাম বেড়ে যায়, এটাই স্বাভাবিক। কিন্তু এতোটা দাম বৃদ্ধি অযৌক্তিক।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD