পঞ্চম শ্রেণির ছাত্রী ঝিনাইদহের ৫১ বছরের হাসিনা


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ১২:৩৮ পূর্বাহ্ন, ২৪শে মার্চ ২০২৩


পঞ্চম শ্রেণির ছাত্রী ঝিনাইদহের ৫১ বছরের হাসিনা
স্কুলে ক্লাস করছেন হাসিনা খাতুন। ছবি: সংগৃহীত

অভাবের তারণায় দ্রুত বিয়ের পিঁড়িতে বসতে হয় হাসিনা খাতুনের। সংসারের বেড়াজালে আটকে যায় জীবন। সেই থেকে শুরু সংসার ছেলেমেয়ে নিয়ে হাসিনার ব্যস্ততম জীবন। নিজে লেখাপড়া না জানলেও ছেলেকে বানিয়েছেন গ্র্যাজুয়েট। 


গল্পটা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ভাটপাড়া গ্রামের আবদুল কাশেমের স্ত্রী হাসিনা খাতুনের।


হাসিনা বেগমের সঙ্গে কথা বললে তিনি জানান, হাসিনা খাতুনের ইচ্ছা ছিল সে লেখাপড়া করবেন। এই বয়সে কোনো চাকরির জন্য নয় বরং জ্ঞানার্জন করার আকাঙ্ক্ষাতেই ভর্তি হয়ে যান প্রাইমারি স্কুলে। তার লেখাপড়া করার ইচ্ছা দেখে শিক্ষকরা ভর্তি করে নেন তাকে।


হাসিনা খাতুন এখন ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। পঞ্চম শ্রেণিতে মোট ৩৭ জন শিক্ষার্থী। বাড়ির কাজ শেষ করে প্রতিদিনই স্কুলে আসেন হাসিনা খাতুন। 


পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা খাতুন জানান, সহপাঠীরা তাকে কেউ দাদি আবার কেউ চাচি বলে ডাকে। অবসর সময় তাদের মাঝে মাঝে বিভিন্ন গল্প শোনান।


শিক্ষক সীমা রানী ভট্টাচার্য বলেন, লেখাপড়ার প্রতি হাসিনা খাতুনের খুব আগ্রহ। তিনি নিয়মিত স্কুলে আসেন।


ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমেনা বেগম বলেন, এই বয়সে স্কুলে ভর্তি হয়ে নিয়মিত ছাত্রী হওয়া সত্যিই বিরল। হাসিনা খাতুনের লেখাপড়ার প্রতি খুবই আগ্রহ।