শালিখায় সড়ক দুর্ঘটনায় ২ মটরসাইকেল আরোহীর মৃত্যু


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ১০:৪৯ পিএম, ২৪শে মার্চ ২০২৩


শালিখায় সড়ক দুর্ঘটনায় ২ মটরসাইকেল আরোহীর মৃত্যু
শাহাবুর ও শাকিব (ফাইল ছবি)

মাগুরার শালিখায় বালি ভর্তি ট্রাকের চাপায় দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।


বৃহস্পতিবার (২৩ মার্চ) রাত ৮ টার দিকে আড়পাড়া শালিখা-সড়কের আড়পাড়া গ্রামের বারিকের বাড়ির সামনে এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শাহাবুর ও শাকিব মোটরসাইকেল যোগে প্রথম রমজানের তারাবি নামাজ পড়ার উদ্দেশ্যে  আড়পাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে বারিকের বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে তাদের মোটরসাইকেলে ধাক্কা লেগে তারা পড়ে যায় এবং অপর একটি বালি ভর্তি ট্রাকের চাপায় তারা দুজনেই ঘটনা স্থলে মৃত্যুবরণ করে। 


নিহতরা হলেন শালিখা উপজেলার আড়পাড়া ইউনিয়নের জুনারী গ্রামের নুরুল মোল্লার ছেলে ও আড়পাড়া বাজারের সালেহা ডেন্টালের দন্ত্য চিকিৎসক শাহাবুর মোল্লা(৩৫) এবং একই গ্রামের শামিনুর মোল্লার ছেলে শাকিব হাসান(২৬)। 


শুক্রবার (২৪ মার্চ) বেলা ১১ টার দিকে নিহত শাহাবুরের বাড়িতে তাদের দুজনের জানাজা একই সাথে সম্পন্ন করে গ্রাম্য গোরস্থানে দাফন করা হয়। যুবকদ্বয়ের  অকাল মৃত্যুতে এলাকাটিতে বইছে শোকের মাতম। 


শালিখা থানা অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন বলেন, এ ব্যাপারে নিহতদের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই তবে এই ঘটনায় সম্পৃক্ত ট্র্যাক দুটি জব্দ করা হয়েছে।


আরএক্স/