রমজানের পবিত্রতা নষ্ট করতে চায় বিএনপি : তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:১১ এএম, ২৬শে মার্চ ২০২৩

'বিএনপি রমজানের পবিত্রতাও নষ্ট করতে চায়' বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
শনিবার (২৫ মার্চ) দুপুরে রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে সংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।
পবিত্র রমজান মাসে বিএনপির নানান রাজনৈতিক কর্মসূচি ঘোষণার বিষয় তুলে তথ্যমন্ত্রী তিনি বলেন,'অতীতে আমরা কখনোই পবিত্র রমজান মাসে আন্দোলনের ঘোষণা দেখিনি। কারণ সবাই রমজানের পবিত্রতা বজায় রেখে রাজনৈতিক কর্মসূচি থেকে বিরত থাকে। রমজানে ইফতার পার্টি হয়, সেখানে কথাবার্তা হয় এবং অন্যান্য কর্মসূচি হয়। বিএনপির কর্মসূচি দেখে মনে হচ্ছে- তারা রমজানের পবিত্রতাটাও নষ্ট করতে চায়'।
মন্ত্রী বলেন, 'বিএনপি রমজানেও মানুষকে স্বস্তি দিতে চায় না। রমজানের পবিত্রতা নষ্ট করতে চায় এবং একটি বিশৃঙ্খলা সৃষ্টি করার পাঁয়তারা তারা করছে, যেটি অনভিপ্রেত।
এ সময় রমজানে দেশে পণ্যের যথেষ্ট মজুত থাকার পরেও যারা দাম বাড়াচ্ছে, তাদেরকে গণবিরোধী আখ্যা দিয়ে তিনি বলেন, 'দুঃখজনক হলেও সত্য যে রমজান কিংবা কোনো উৎসব-পার্বণ এলে আমাদের দেশের কিছু কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা করার জন্য পণ্যের মূল্য বাড়িয়ে দেয়।'
তিনি বলেন, 'আমাদের খাদ্যনীতিতে বলা আছে, দেশে যদি ১০ লাখ টন খাদ্যপণ্য মজুদ থাকে, তাহলে সেটি নিরাপদ। কিন্তু বর্তমানে বিশ লাখ টনের চেয়ে বেশি খাদ্যশস্য চাল, গম এবং ভোগ্যপণ্যের যথেষ্ট মজুদ রয়েছে, কোনো কোনো পণ্য রমজানের চাহিদার চেয়ে অতিরিক্ত মজুদ রয়েছে।'
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

বিএনপি মহাসচিবের সঙ্গে পাকিস্তানি হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বছরজুড়েই মহানবীর জীবন-আদর্শ চর্চা অব্যাহত রাখার আহ্বান জামায়াতের

জনগণ আর কোনো চাঁদাবাজ-ফ্যাসিবাদকে চায় না: ডা. তাহের

রাজবাড়ীর ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতা ফুটে উঠেছে: এনসিপি
