মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানালো বুয়েট


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১১:০২ অপরাহ্ন, ২৬শে মার্চ ২০২৩


মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানালো বুয়েট
মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানালো বুয়েট

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।


রবিবার (২৬ মার্চ) সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার ও উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন।


এসময় ডিনবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, ছাত্রকল্যাণ পরিচালক, রেজিস্ট্রার, বিভিন্ন দপ্তরের পরিচালকবৃন্দ, প্রভোস্টবৃন্দ, অফিস, ইনস্টিটিউট ও সেন্টার প্রধানগণসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 


পরে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে বুয়েটের যে সকল শিক্ষক,শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী শহিদ হয়েছেন তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।