দামুড়হুদা ও দর্শনায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:৫৮ পূর্বাহ্ন, ২৭শে মার্চ ২০২৩


দামুড়হুদা ও দর্শনায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত
দামুড়হুদা ও দর্শনায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত

দামুড়হুদা ও দর্শনায়  নানা কর্মসূচির মাধ্যদিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।


রবিবার (২৬ মার্চ) প্রথম প্রহরে দামুড়হুদা উপজেলায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় দিবসটি। 


পরে  সকাল ৭ টার সময় উপজেলার আট শহিদ মুক্তিযুদ্ধের স্মৃতিতে পুষ্প মাল্য অর্পণ এবং সকাল ৮ টার দিকে দামুড়হুদা  উপজেলা প্রশাসনের উদ্যোগে দামুড়হুদা মিনি স্টেডিয়ামে উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতার সভাপতিত্বে কুচআওয়াজ ও শারীরিক কসরত প্রর্দশন অনুষ্ঠিত হয়।


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  মো. আলী মুনছুর বাবু।


এ সময় উপজেলার বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ডিসপ্লে প্রদর্শন শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সজল কুমার, মডেল থানার ওসি  ফেরদৌস ওয়াহিদম ও দর্শনা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম লুৎফুল কবীর।


উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. শহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হযরত আলী,দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী প্রমুখ। পরে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।


অপর দিকে দর্শনায় সকাল সাড়ে ৯ টার দিকে পৌর সভার আয়োজন দর্শনা সরকারি কলেজ মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণের মধ্যে দিয়ে শুরু করেন দিবসটি।


এ দিবসটির  শপথ বাক্যপাঠ করান চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান মনজু,  জাতীয় পতাকা উত্তোলন করেন দর্শনা পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র রবিউল হক সুমন, সরকারি কলেজের অধ্যাপক রেজাউল করি বীর মুক্তিযোদ্ধা আব্দুর সবুর, জাহাঙ্গীর আলম। পরে এক শোভযাত্রা বাহির করা হয়।


এসময় উপস্থিত ছিলেন দর্শনা পৌর সভার নবনির্বাচিত মেয়র মো. আতিয়ার রহমান হাবু, দর্শনা নাগরিক কমিটির সদস্য সচিব ও দর্শনা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. গোলাম ফারুক আরিফ, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট দর্শনা প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেন প্রমুখ। দর্শনা পৌরসভার পক্ষ থেকে পৌরসভার সকল মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয় ।