যথাযোগ্য মর্যাদায় মহম্মদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:৫০ পূর্বাহ্ন, ২৭শে মার্চ ২০২৩


যথাযোগ্য মর্যাদায় মহম্মদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
স্বাধীনতা ও জাতীয় দিবস

যথাযোগ্য মর্যাদায় মাগুরার মহম্মদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার (২৬ মার্চ) মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ প্রদর্শনী, শহিদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত ও সংবর্ধনা এবং পুরষ্কার বিতরণীসহ দিনব্যাপী যথাযোগ্য মর্যাদায় এই মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়।     

 

এ উপলক্ষে সূর্যেদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন এবং সকাল সাতটায় উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনসহ বিভিন্ন স্কুল-কলেজসহ নানা সামাজিক প্রতিষ্ঠান উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে বঙ্গবন্ধু মুর‌্যালে পুষ্পস্তবক অর্পণ করেন।  


পরে ৮টায় উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে পুলিশ, আনসার, ভিডিপি, স্কাউটস, রোভার, গার্লস গাইড সম্মিলিত অংশগ্রহণে কুচকাওয়াজ প্রদর্শনী হয়। শুরুতেই উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পালের সভাপতিত্বে প্রধান অতিতির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফি। এরপর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফি, নির্বাহী অফিসার রামানন্দ পাল ও  মহম্মদপুর থানার ওসি অসিত কুমার রায় সালাম গ্রহণ করেন।    

  

এ সময় উপজেলা আওয়ামী লীগের সভপতি এ্যাড. আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সিদ্দিকী লিটন, সহকারী কশনার (ভ‚মি) বাসুদেব কুমার মালো, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মকছেদুল মোমিন,  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বেবী নাজনীন, বীর মুক্তিযোদ্ধা আঃ হাই মিয়া ও বীর মুক্তিযোদ্ধারাসহ শিক্ষক ও বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানগন উপস্থিত ছিলেন।