টাকা না পেয়ে স্থপতি ইমতিয়াজকে হত্যা

সংঘবদ্ধ একটি অপরাধী চক্র টাকা হাতিয়ে নিতে ইমতিয়াজকে অপহরণ করে পরে টাকা না পেয়ে তাকে হত্যা করে গ্রেফতারকৃতরা
বিজ্ঞাপন
রাজধানীর তেজগাঁওয়ে স্থপতি ইমতিয়াজ মোহাম্মদ ভূঁইয়াকে (৪৭) হত্যার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
সোমবার (২৭ মার্চ) ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার গোলাম সবুর এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, ঢাকাসহ আশপাশের জেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
তিনি বলেন, সংঘবদ্ধ একটি অপরাধী চক্র টাকা হাতিয়ে নিতে ইমতিয়াজকে অপহরণ করে। পরে টাকা না পেয়ে তাকে হত্যা করে গ্রেফতারকৃতরা।
উল্লেখ্য, ইমতিয়াজ ঢাকার তেজগাঁও থানা এলাকার মোহাম্মদ হোসেন ভূঁইয়ার ছেলে। তিনি বিভিন্ন প্রতিষ্ঠান ও বাড়ির নকশার কাজ করতেন। গত ৭ মার্চ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। পরদিন তার স্ত্রী ফাহমিদা আক্তার কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।








