দামুড়হুদায় নাশকতা মামলায় বিএনপির ১৭ নেতা-কর্মী কারাগারে
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:৫১ পূর্বাহ্ন, ২৯শে মার্চ ২০২৩
চুয়াডাঙ্গার দামুড়হুদায় নাশকতা মামলায় বিএনপির ১৭ নেতা কর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে জেলা দায়রা জজ।
মঙ্গলবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১ টায় চুয়াডাঙ্গা জেলা জজ জিয়া হায়দার জামিন নামঞ্জুর করে তাদের কারগারে পাঠানো হয়।
আসামিরা হলেন, চুয়াডাঙ্গা জেলা কৃষক দলের আহ্বায়ক মোকারাম হোসেন, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনি, সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াহেদ, সাধারণন সম্পাদক রফিকুল হাসান তনু, সহসাধারণ সম্পাদক মন্টু, সাংগঠনিক সম্পাদক, হাসেম আলীসহ দামুড়হুদা উপজেলা ৬ ইউনিয়নের সভাপতি ও সম্পাদক।
দামুড়হুদা থানার এজাহার নথি থেকে জানা যায়, আসামিরা গত ৯ ফেব্রুয়ারি দামুড়হুদা দশমী পাড়ায় সরকার বিরোধী গোপন বৈঠক করছিল। পুলিশ গোপন সংবাদের ৭টি বোমা সাদৃশ্য বস্তুসহ কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম টুটুলসহ ৫ বিএনপি নেতা কর্মীকে আটক করা হয়। আটককৃতদের স্বীকারোক্তিতে ২৫ জনসহ অজ্ঞাত আরো ৫ জনসহ ৩০ জনের নামে গত ১০ ফেব্রুয়ারি নাশকতা মামলা দায়ের করা হয়।