দাম কমলেও বাজারে ক্রেতা কম ব্রয়লারের


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:৫৪ পূর্বাহ্ন, ১লা এপ্রিল ২০২৩


দাম কমলেও বাজারে ক্রেতা কম ব্রয়লারের
ছবি: সংগৃহীত

মান ভেদে বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ২১০ টাকা থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা। দাম কমলেও আশানুরূপ ক্রেতা পাচ্ছে না বিক্রেতারা। তারা বলছেন, দাম কমার পরও ক্রেতাদের সংখ্যা কিছুটা কম।


শুক্রবার (৩১ মার্চ) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ২১০ থেকে ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। পাশাপাশি সোনালী মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩৩০ টাকায়।


ধানমন্ডির মুরগি বিক্রেতা কামাল বলেন, গত সপ্তাহ থেকে মূলত মুরগির দাম কমতে শুরু করেছে। রমজান শুরু হওয়ায় ক্রেতার সংখ্যা কিছুটা বেড়েছিল। তবে এখন ক্রেতার সংখ্যা আবার কম। এর কারণ হলো এখন মাসের শেষ সময়, হাতে সবার টাকা কম।


মুরগি কিনতে আসা চাকরিজীবী হোসেন বলেন, উচ্চ দামের কারণে আমরা সাধারণ মানুষ ব্রয়লার ছাড়া অন্যান্য মুরগি কিনতে পারে না। এখন কিছুটা দাম কমছে, তারপরও দেখলাম ব্রয়লারের দোকানগুলোতে ক্রেতাদের তেমন ভিড় নেই। মাসের শেষে হাতে টাকা কম থাকায় আমিও আজ ব্রয়লার কিনলাম না।