হিলি বন্দরে পেঁয়াজের কেজি ২৫ টাকা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১১:২৪ অপরাহ্ন, ২রা এপ্রিল ২০২৩


হিলি বন্দরে পেঁয়াজের কেজি ২৫ টাকা
ছবি: সংগৃহীত

দিনাজপুরের হিলি বন্দরে দেশি পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা। প্রকার ভেদে ৪০ টাকা কেজি দরের পেঁয়াজের পাইকারি বিক্রি হচ্ছে ২৫ টাকা কেজি দরে। ভালো ফলন এবং বাজারে আমদানি বেশি হওয়ায় দাম কমে যাচ্ছে পেঁয়াজের দাম, বলছেন ব্যবসায়ীরা।


রবিবার (২ এপ্রিল) সকালে বাজার ঘুরে দেখা যায়, ভারতীয় পেঁয়াজের আমদানি বন্ধ হয়ে যাওয়ায় দাম বেড়ে যায় দেশি-বিদেশি পেঁয়াজের দাম। 


বর্তমান দেশে পেঁয়াজের ফলন ভালো এবং বাজারে আমদানি পর্যাপ্ত হওয়াতে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। ব্যবসায়ীরা দক্ষিণাঞ্চল পাবনা থেকে ২২ টাকা দরে পাইকারি ক্রয় করে তা পাইকারি বিক্রি করছেন ২৫ থেকে ২৬ টাকা কেজি দরে। আবার খুচরা ব্যবসায়ীরা তা ২৮ থেকে ৩০ টাকা কেজি দরে বাজারে খুচরা বিক্রি করছেন।


পেঁয়াজ কিনতে আসা সিদ্দিক বলেন, রমজানের শুরুর দিকে ২৪ টাকার পেঁয়াজ দাম বেড়ে ৪০ টাকা দরে কিনতে হয়েছিলো। আজ বাজারে এসে দেখি পেঁয়াজের দাম অনেক কমে গেছে।


পাইকারি ব্যবসায়ী রহমান বলেন, বর্তমান ভারতীয় পেঁয়াজের চাহিদা বাজারে তেমন নেই। দেশি পেঁয়াজের চাহিদা অনেক। আমরা পাবনা থেকে পাইকারি কিনে এখানে পাইকারি বিক্রি করছি।