Logo

সাংবাদিক শামসুজ্জামান জামিন পেয়েছেন

profile picture
জনবাণী ডেস্ক
৪ এপ্রিল, ২০২৩, ১১:১৮
9Shares
সাংবাদিক শামসুজ্জামান জামিন পেয়েছেন
ছবি: সংগৃহীত

উভয়পক্ষের শুনানি শেষে আদালত ২০ হাজার টাকা মুচলেকায় শামসুজ্জামানের জামিন মঞ্জুর করেন

বিজ্ঞাপন

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্র‍থম আলোর সাংবাদিক শামসুজ্জামানের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। 

সোমবার (৩ এপ্রিল) দুপুরে ঢাকা অতিরিক্ত মহানগর হাকিম আসাদুজ্জামান নুরের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

বিজ্ঞাপন

এদিন আসামিপক্ষের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার শামসুজ্জামানের জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আব্দুল্লাহ আবু জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত ২০ হাজার টাকা মুচলেকায় শামসুজ্জামানের জামিন মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

শামসুজ্জামানের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার জামিন শুনানিতে বলেন, ‘সাভার স্মৃতিসৌধ এলাকায় ১২-১৩ জন ফুল বিক্রেতার বক্তব্য আর একজন দিনমজুরের বক্তব্য নিয়ে সংবাদ প্রকাশিত হয়। এ মামলার অভিযোগ কোনোভাবেই সত্য নয়। হয়রানির উদ্দেশ্যে মামলাটি করা হয়েছে। মামলা না করে প্রেস কাউন্সিলে অভিযোগ দেওয়া যেতে পারত। কারাগারে আটক শামসুজ্জামানের জামিন প্রার্থনা করছি।’

জামিনের বিরোধিতা করে পিপি আব্দুল্লাহ আবু শুনানিতে বলেন, ‘যারা স্বাধীনতাকে বিশ্বাস করে না, তারা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণের উদ্দেশ্যে এসব কাজ করছে। এ মামলার বিষয়বস্তু অনুযায়ী আসামি অপরাধ করেছেন। এ মামলায় আসামির জামিনের বিরোধিতা করছি।’

বিজ্ঞাপন

শুনানিতে আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক সিনিয়র আইনজীবী নজিবউল্লাহ হিরু বলেন, ‘দেশের যখন স্বাধীনতা ছিল না, তখন স্বাধীনতার জন্য কথা বলা হয়েছে। এখন কি দেশে ভাতের স্বাধীনতা নেই? উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ সংবাদ প্রকাশ করা হয়েছে। যার বক্তব্য প্রকাশ করা হলো, সেই জাকির কোথায়? সরকারের ভালো তাদের চোখে পড়ে না।’

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD