ল্যাপটপসহ পর্নোগ্রাফি বিপনণ চক্রের ৪ সদস্য গ্রেফতার


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:২৭ পূর্বাহ্ন, ৪ঠা এপ্রিল ২০২৩


ল্যাপটপসহ পর্নোগ্রাফি বিপনণ চক্রের ৪ সদস্য গ্রেফতার
পর্নোগ্রাফি বিপনণ ও বায়ার চক্রের ৪ সদস্য

ঠাকুরগাঁওয়ে পর্নোগ্রাফি সংগ্রহ ও তৈরীর কাজে ব্যবহৃত ২৯ টি ল্যাপটপ সহ পর্নোগ্রাফি বিপনণ ও বায়ার চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ চক্রটি দীর্ঘদিন ধরে দেশি বিদেশি পর্নো তারকাদের কাছ থেকে ভিডিও সরাসরি কিনে বিভিন্ন ওয়েবসাইটে আপলোডের মাধ্যমে ব্যবসা করে আসছিলো।


রবিবার (৩ এপ্রিল) রাতে ঠাকুরগাঁও শহরের হাজিপাড়া এলাকার সরকারি মহিলা কলেজের সামনে অবস্থিত একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার কৃতরা হলেন, নওগাঁ জেলার মোবারকপুর গ্রামের তরিকুল ইসলামের ছেলে তৌহিদ রেজা (২২), ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার ঝাড়গাও গ্রামের আবুল কালামের ছেলে ওমর ফারুক (২২) , রুহিয়া থানার ঘনিবিষ্টপুর গ্রামের জব্বারের ছেলে আরিফুল ইসলাম(২১), রুহিয়া থানার সেনিহারি গ্রামের বদরুল ইসলামের ছেলে মেহেদী হাসান (২০)।


ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।  তারা দীর্ঘদিন ধরে  বিদেশী বিভিন্ন পর্নো তারকাদের কাছ থেকে ভিডিও সংগ্রহ করে তা এডিটিং করে বিভিন্ন সাইডে বিক্রি করে ডলার ইনকাম করতো । আটককৃতদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।


আরএক্স/