ইফতারে পাতে রাখুন সুজির রসগোল্লা


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ১০:৫৪ অপরাহ্ন, ৬ই এপ্রিল ২০২৩


ইফতারে পাতে রাখুন সুজির রসগোল্লা
সুজির রসগোল্লা

রসগোল্লা একটি পছন্দের খাবার। রসগোল্লা তৈরি হয় মূলত ছানা দিয়ে। তবে বাড়িতে যদি সুজি, দুধ ও চিনি থাকে, তা দিয়েও আপনি তৈরি করতে পারবেন এই সুস্বাদু মিষ্টি। ইফতারের জন্য খুব সহজেই তৈরি করতে পারবেন সুজির রসগোল্লা। 


চলুন জেনে নেওয়া যাক রেসিপি-


তৈরি করতে যা লাগবে


দুধ- আধা লিটার


সুজি- আধা কাপ


চিনি- ২ টেবিল চামচ


ঘি- ১ টেবিল চামচ।


সিরা তৈরি করতে যা লাগবে


পানি- দেড় কাপ


চিনি- ১ কাপ


এলাচ- ২টি।


যেভাবে তৈরি করবেন


প্রথমে একটি রান্নার পাত্রে দুধ দিয়ে চুলায় বসান। চুলার আঁচ মাঝারি রেখে মাঝে মাঝে নেড়ে দিন। বলক আসলে ঘি ও চিনি দিয়ে মিনিট খানেক নাড়ুন। এরপর তাতে অল্প অল্প করে সুজি মেশান। মিশ্রণটি নাড়তে থাকবেন। নয়তো দলা পাকিয়ে যেতে পারে। আঠালো ডো তৈরি হলে নামিয়ে নিন।


এবার অন্য একটি পাত্রে পানি ও চিনি দিয়ে চুলায় দিন। চিনি গলে গেলে তাতে এলাচ দিন। চিনির সিরা যেন খুব বেশি ঘন না হয় সেদিকে খেয়াল রাখবেন। বলক উঠলে চুলার আঁচ কমিয়ে ঢেকে রাখুন।


সুজির ডো ঠান্ডা হয়ে এলে হাতে অল্প ঘি মেখে নিন। এবার সেই ডো দিয়ে মিষ্টির আকৃতি দিন। সবগুলো মিষ্টি তৈরি হলে চিনার সিরায় দিয়ে চুলার আঁচ বাড়িয়ে মাঝারি করে দিন। পাত্রটি ঢেকে ৫-৬ মিনিট জ্বাল দিন। এর মধ্যেই মিষ্টি ফুলে উঠবে। এরপর নামিয়ে নিন। চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করতে পারেন সুস্বাদু সুজির রসগোল্লা।