ঈদে উৎসব ভাতা নিয়ে অনিশ্চয়তায় প্রাথমিকের শিক্ষকরা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১১:৩৮ অপরাহ্ন, ৬ই এপ্রিল ২০২৩


ঈদে উৎসব ভাতা নিয়ে অনিশ্চয়তায় প্রাথমিকের শিক্ষকরা
ফাইল ছবি

প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় নিয়োগ পাওয়া প্রাক-প্রাথমিক শিক্ষকদের উৎসব ভাতা ও শিক্ষা ভাতা বরাদ্দের জন্য মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ শুরু হয়েছে।


শিক্ষকরা মনে করছেন, ঈদের মাত্র দুই সপ্তাহ সামনে রেখে তথ্য সংগ্রহের কাজ শুরু হলেও তা শেষ করা অসম্ভব। ফলে আসন্ন ঈদে উৎসব ভাতা নিয়ে অনিশ্চয়তায় প্রাক-প্রাথমিক শিক্ষকরা।


জানা যায়, ২০২০ সালে যোগদান করা শিক্ষকরা গত বছরও উৎসব ও শিক্ষা ভাতা কিছু পাননি।


এদিকে, গত সোমবার (৩ এপ্রিল) অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) এইচ এম আবুল বাশার সব জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে সাত ধরনের তথ্য চেয়ে চিঠি দিয়েছেন। এতে প্রত্যেক জেলায় সদ্য যোগদান করা শিক্ষক সংখ্যা, গত ঈদুল আজহায় কত সংখ্যক শিক্ষক উৎসব ভাতা পেয়েছেন, শিক্ষা ভাতা পাওয়া শিক্ষকদের প্রকৃত সংখ্যাসহ সাত ধরনের তথ্য চাওয়া হয়েছে।


চিঠি বলা হয়েছে, প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২০ এর প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য সৃষ্ট পদে নিয়োগকৃত সহকারী শিক্ষকদের নির্ধারিত সময়ে যথাযথ উৎসব ভাতা ও শিক্ষা ভাতা বরাদ্দের জন্য উল্লিখিত তথ্যগুলো প্রয়োজন।