Logo

ধর্ষণ মামলায় রিফাতের যাবজ্জীবন

profile picture
জনবাণী ডেস্ক
৭ এপ্রিল, ২০২৩, ১১:১৯
16Shares
ধর্ষণ মামলায় রিফাতের যাবজ্জীবন
ছবি: সংগৃহীত

এক ছাত্রীকে স্কুলে যাওয়া আসার পথে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিলেন আসামি রিফাত

বিজ্ঞাপন

রাজধানীর একটি স্কুলের ১৪ বছরের এক কিশোরীকে অপহরণ পর ধর্ষণের দায়ে মো. রিফাত (২১) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ রায় দেন। এ সময় আসামী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

জানা যায়, দণ্ডিত আসামি মো. রিফাত ফরিদপুর জেলার মধুখালী থানার মৃত ছমির সিকদারের ছেলে।

বিজ্ঞাপন

জানা গেছে, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে স্কুলে যাওয়া আসার পথে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিলেন আসামি রিফাত। মেয়ের পরিবার রিফাতকে এ কাজ করতে নিষেধ করলে রিফাত ভুক্তভোগী মেয়েকে অপহরণ করে ধর্ষণের হুমকি দেয়। এরই ধারাবাহিকতায় ২০১৯ সালে ভুক্তভোগীকে একা পেয়ে রিফাত ও তার সহযোগীরা সিএনজি অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করে।

এ ঘটনায় ২০১৯ সালে ভুক্তভোগীর বাবা রাজধানীর শাহবাগ থানায় রিফাতসহ অজ্ঞাতনামা ২-৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন। 

বিজ্ঞাপন

মামলার বিচার চলাকালে চার্জশিটভুক্ত ৯ জন সাক্ষীর মধ্যে ৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ রায় ঘোষণা করেন আদালত।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD